Friday, May 24, 2019

শনিবার উঠছে আইনজীবীদের কর্মবিরতি


News H Timesওয়েব ডেস্ক:-প্রথমে হাওড়া কর্পোরেশনের কর্মী বনাম হাওড়া আদালতের আইনজীবীদের খণ্ডযুদ্ধ এবং পরে হাওড়া আদালত চত্বরে ঢুকে পুলিশের লাঠিচার্জ ও টিয়ার গ্যাস শেল চার্জের ঘটনায় আইনজীবীদের কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত নিল কলকাতা হাইকোর্টের বার কাউন্সিল। শুক্রবার কাউন্সিলের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, শনিবার থেকে রাজ্যের সমস্ত আদালতে স্বাভাবিক কাজকর্ম শুরু হবে।
 যদিও শুক্রবার আদালতের কাজ শেষ হওয়ার পর হাইকোর্ট বন্ধ হয়ে যাবে। খুলবে ১০ জুন। কিন্তু রাজ্যের অন্যান্য নিম্ন আদালতে স্বাভাবিক কাজকর্ম চালু থাকবে বলে জানিয়েছে বার কাউন্সিল।

No comments:

Post a Comment

হাওড়া শ্যামপুরে বাছরী যুব সংঘে মা সাজবেন রেশমী সুতোর সাজে

অর্পণ দাস:  হাওড়া গ্রামীণ অঞ্চলের শ্যামপুর থানার বাছরী গ্রামের "বাছরী যুব সংঘের" সার্বজনীন দুর্গোৎসবের এবছর ৫৩ তম বর্ষ । বিগত...