News H Times ওয়েব ডেস্ক:- রণক্ষেত্র হাওড়ার পিলখানা । গুলি, বোমাবাজিতে গুলিবিদ্ধ নিরীহ এক কিশোর, বোমার আঘাতে জখম আরও এক। গুলিবিদ্ধ কিশোরকে এনআরএস হাসপাতালে ভর্তি করা হয়েছে
ঘটনার সূত্রপাত মাসকয়েক আগে। অভিযোগ, মহম্মদ আখতার নামে এক কাঠ মিস্ত্রিকে দিয়ে কাজ করিয়ে পাওনা মেটাননি স্থানীয় ব্যবসায়ী ফারুক আলম। এনিয়ে বচসার জেরে ওই ব্যবসায়ীকে আটকে রেখে মারধর করে আখতার। গোলাবাড়ি থানায় অভিযোগ দায়ের করেন ওই ব্যবসায়ী। অভিযোগ, থানায় নালিশ জানানোয় আজ ভোরে এলাকায় বোমাবাজি শুরু করে আখতারের সঙ্গীরা। সেইসময় তাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পরেন স্থানীয় বাসিন্দারা। গুলিও চলে। গুলিবিদ্ধ হয় ১৭ বছরের এক কিশোর। বোমার স্প্লিন্টার লাগে বছর ছাব্বিশের এক যুবকের মুখে। জখম যুবকও হাসপাতালে চিকিত্সাধীন। এলাকায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী।

No comments:
Post a Comment