Saturday, May 25, 2019

প্রস্তুতি ম্যাচে পেস ঝড়ে আক্রান্ত ভারত


দেবজিত আদক:-বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ড মাটিতে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতে নেমেছিল বিরাট অ্যান্ড কো। প্রতিপক্ষ নিউজিল্যান্ড ।
কিন্তু ইংল্যান্ডের পিচে নিউজিল্যান্ড পেস আক্রমণের সামনে কার্যত মুখ থুবরে পড়লো ভারত । ট্রেন্ড বোল্ট একাই ৫ ওভার হাত ঘুরিয়ে মাত্র ২০ রানের বিনিময়ে ৩ উইকেট তুলে নেন। এছাড়া জেমস নিসিম ও ৩ টি উইকেট তুলে নেন । ভারতের কেউই বড়ো রান করতে পারেনি। হার্দিক পান্ডিয়া ৩০ , বিরাট কোহলি ১৮ রান করেন মাত্র। জাদেজা ১৬ রানে ব্যাট করছেন । ভারতের বর্তমান স্কোর ১১৯/৮(২৯.১ ওভার শেষে,)
ভারতের এই রকম ব্যাটিং বীপর্জয় বিশ্বকাপের আগে ক্রিকেট প্রেমীদের চিন্তার কারণ বলার অপেক্ষা রাখে না।

No comments:

Post a Comment

হাওড়া শ্যামপুরে বাছরী যুব সংঘে মা সাজবেন রেশমী সুতোর সাজে

অর্পণ দাস:  হাওড়া গ্রামীণ অঞ্চলের শ্যামপুর থানার বাছরী গ্রামের "বাছরী যুব সংঘের" সার্বজনীন দুর্গোৎসবের এবছর ৫৩ তম বর্ষ । বিগত...