Tuesday, May 21, 2019

প্রতিবন্ধকতার সাথে লড়াই করে মাধ্যমিকে সাফল্য বাগনানের সোমার


পৃথ্বীশরাজ কুন্তী: পরিবারের একমাত্র রোজগেরে সদস্য শারীরিক প্রতিবন্ধকতার সাথে লড়াই চালাচ্ছেন।অন্যদিকে মা জরি ও সেলাইয়ের কাজ করে কোনোরকমে তিনমেয়ের পড়াশোনার খরচ চালানোর পাশাপাশি সংসারের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন।কন্যা সোমা মা'য়ের লড়াইয়ের সাথী হয়েই মাধ্যমিকে পেয়েছে ৬০৭। বাগনান-১ নং ব্লকের সিঙ্গাড়া গ্রামের সোমা মাইতি স্থানীয় ভূঁয়েড়া বি.এন.এস উচ্চ বিদ্যালয়ের ছাত্রী।এই কৃতি বাংলায় ৯০,ইংরাজিতে ৬৮,অঙ্কে ৮৩,ভৌত বিজ্ঞানে ৮০,জীবন বিজ্ঞানে ৯৫,ইতিহাসে ৯৩ ও ভূগোলে ৯৮ পেয়েছে।

বাবা আংশিক প্রতিবন্ধী,দুচোখে সেভাবে দেখতে পাননা,কোনোরকমে দিনমজুরের কাজ করেন।মা মানবিকা দেবী কখনো জরির কাজ আবার কখনো বা সেলাইয়ের কাজ করে সংসার চালান। মানবিকা দেবী জানান,সোমা ছোটোবেলা থেকেই বইপ্রিয়।পড়াশোনার পাশাপাশি সে তার মা'কে পরিবারের কাজে ও জরির কাজেও সহায়তা করে।তিন মেয়ের মধ্যে বড়ো এই কৃতি।মেঘনাদবাবুর কথায়,শারীরিক প্রতিবন্ধকতার কারণে তিনি মাসের বেশীরভাগ সময় কাজ পাননা।তাঁর স্ত্রী ও কন্যাদের লড়াইয়ে তিনি গর্বিত।স্বনির্ভর হওয়ার লক্ষ্যে এগিয়ে চলা সোমা জানায়,ইতিমধ্যেই সে একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের পড়াশোনা শুরু করেছে।এব্যাপারে সোমার পাশে এগিয়ে এসেছে আমতার একটি স্বেচ্ছাসেবী সংগঠন ।
সোমার বিদ্যালয়ের শিক্ষক ও উক্ত সংস্থার কর্তা জানান, সোমা এগিয়ে চলুক, তার পাশে থাকবে তার সংস্থা বলে জানান সৌরভবাবু।


10 comments:

  1. CONGRATULATIONS soma .....WISH ur bright future. ...God bless you.

    ReplyDelete
  2. অনেক শুভেচ্ছা ও অভিনন্দন

    ReplyDelete
  3. Best of luck have a briht future

    ReplyDelete
  4. Have a bright future soma . We are proud of you ��

    ReplyDelete
  5. Vogoban er kache Parthona roilo tmr Moner eachha prun kora o tmr life ta bright hoyar Jonno.

    ReplyDelete
  6. Congratulations soma...wish your bright future...god bless you

    ReplyDelete
  7. Congratulations....
    Wish you a very happy and successful life.

    ReplyDelete

হাওড়া শ্যামপুরে বাছরী যুব সংঘে মা সাজবেন রেশমী সুতোর সাজে

অর্পণ দাস:  হাওড়া গ্রামীণ অঞ্চলের শ্যামপুর থানার বাছরী গ্রামের "বাছরী যুব সংঘের" সার্বজনীন দুর্গোৎসবের এবছর ৫৩ তম বর্ষ । বিগত...