পৃথ্বীশরাজ কুন্তী: উলুবেড়িয়া-২ নং ব্লকের বাসিন্দা মনোজ খাঁ ও তাঁর স্ত্রী মামণি খাঁ নুন আনতে পান্তা ফুরানোর সংসারে কোনোরকমে জরির কাজ করে সংসার চালান।দুই কন্যা ও এক পুত্রের মধ্যে বড়ো সৌরভ এবছরের মাধ্যমিক পরীক্ষার্থী।মনোজবাবুর কাজে হাত লাগান ছেলে সৌরভও।এবছর মাধ্যমিকে সৌরভ বানীবণ যদুবেড়িয়া বিদ্যাপীঠ থেকে ৫৬৪ পেয়েছে।বাংলায় ৮০,ইংরাজিত ৭৬,অঙ্কে ৮০ ভৌত বিজ্ঞানে ৬০,জীবন বিজ্ঞানে-৯১,ইতিহাসে ৮৪ ও ভূগোলে ৯৩ পেয়েছে এই মেধাবী।মনোজ বাবু জানান,তিনি আর্থিক অনটনের কারণে ছেলের পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে ইচ্ছুক না হলেও শিক্ষক তরুণ ধাড়া ছোটো থেকে নিঃখরচায় সৌরভকে পড়িয়ে চলেছেন ও পড়াশোনায় উৎসাহ জোগাচ্ছেন।বড়ো হয়ে ইঞ্জিনিয়ার হতে চাওয়া এই কৃতি ইতিমধ্যেই একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগে পড়া শুরু করেছে।রাজাপুর থানার গোয়ালবেড়িয়ার বাসিন্দা সৌরভ জানায়,তার পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে সাহায্যের হাত বাড়িয়েছে আমতার একটি স্বেচ্ছাসেবী সংগঠন।সংস্থাটির পক্ষ থেকে সৌরভকে পুস্তক ও বিভিন্ন শিক্ষাসামগ্রী তুলে দেওয়া হয়েছে।'সংগঠনের সম্পাদক তাপস পাল জানান,সৌরভের ন্যায় মেঘে ঢাকা তারাদের আলোয় উত্তরণের পথ দেখাতে তার সংস্থা দৃঢ় সচেষ্ট।
Tuesday, May 21, 2019
মা-বাবার সাথে জরির কাজ করে মাধ্যমিকে সাফল্য উলুবেড়িয়ার সৌরভের
পৃথ্বীশরাজ কুন্তী: উলুবেড়িয়া-২ নং ব্লকের বাসিন্দা মনোজ খাঁ ও তাঁর স্ত্রী মামণি খাঁ নুন আনতে পান্তা ফুরানোর সংসারে কোনোরকমে জরির কাজ করে সংসার চালান।দুই কন্যা ও এক পুত্রের মধ্যে বড়ো সৌরভ এবছরের মাধ্যমিক পরীক্ষার্থী।মনোজবাবুর কাজে হাত লাগান ছেলে সৌরভও।এবছর মাধ্যমিকে সৌরভ বানীবণ যদুবেড়িয়া বিদ্যাপীঠ থেকে ৫৬৪ পেয়েছে।বাংলায় ৮০,ইংরাজিত ৭৬,অঙ্কে ৮০ ভৌত বিজ্ঞানে ৬০,জীবন বিজ্ঞানে-৯১,ইতিহাসে ৮৪ ও ভূগোলে ৯৩ পেয়েছে এই মেধাবী।মনোজ বাবু জানান,তিনি আর্থিক অনটনের কারণে ছেলের পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে ইচ্ছুক না হলেও শিক্ষক তরুণ ধাড়া ছোটো থেকে নিঃখরচায় সৌরভকে পড়িয়ে চলেছেন ও পড়াশোনায় উৎসাহ জোগাচ্ছেন।বড়ো হয়ে ইঞ্জিনিয়ার হতে চাওয়া এই কৃতি ইতিমধ্যেই একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগে পড়া শুরু করেছে।রাজাপুর থানার গোয়ালবেড়িয়ার বাসিন্দা সৌরভ জানায়,তার পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে সাহায্যের হাত বাড়িয়েছে আমতার একটি স্বেচ্ছাসেবী সংগঠন।সংস্থাটির পক্ষ থেকে সৌরভকে পুস্তক ও বিভিন্ন শিক্ষাসামগ্রী তুলে দেওয়া হয়েছে।'সংগঠনের সম্পাদক তাপস পাল জানান,সৌরভের ন্যায় মেঘে ঢাকা তারাদের আলোয় উত্তরণের পথ দেখাতে তার সংস্থা দৃঢ় সচেষ্ট।
Subscribe to:
Post Comments (Atom)
হাওড়া শ্যামপুরে বাছরী যুব সংঘে মা সাজবেন রেশমী সুতোর সাজে
অর্পণ দাস: হাওড়া গ্রামীণ অঞ্চলের শ্যামপুর থানার বাছরী গ্রামের "বাছরী যুব সংঘের" সার্বজনীন দুর্গোৎসবের এবছর ৫৩ তম বর্ষ । বিগত...
-
N H T ওয়েব ডেস্ক:- পার্কিংকে কেন্দ্র করে রণক্ষেত্র হাওড়া পুরসভা ও আদালত চত্বর। পরিস্থিতি আয়ত্তে আনতে নামাতে হয ব়্যাফ। পরিস...
-
রণতোষ মুখোপাধ্যায়:- চাঁদিফাটা রোদ্দুর , গলছে পিচ, পুড়ছে চামড়া। রাস্তায় বেরিয়ে গলা শুকিয়ে কাঠ। আর এই মুশকিল আসানে লস্যি থেকে আখের রস...
-
রণতোষ মুখোপাধ্যায়:-চন্দননগরের পিয়ালী এভারেস্ট শীর্ষে আরোহণের লক্ষ্যমাত্রা নিয়ে পাড়ি দিয়েছিলেন বেশ কয়েকদিন আগে। দরিদ্র পরিবার থেকে উঠে ...

No comments:
Post a Comment