Friday, May 10, 2019

মার্কিন সংস্থা পেপসির সাথে আইনি লড়াইয়ে জয় গুজরাটের কৃষকদের


News H Times ওয়েব ডেস্ক:- গুজরাটের চাষিদের বিরুদ্ধে একটি বিশেষ ধরনের আলু ফলানোর অভিযোগ তুলেছিল পেপসি। তারা দাবি করেছিল, ওই আলু চাষ করার একমাত্র অধিকার রয়েছে তাদেরই। ওই সংস্থা যে পটাটো চিপস তৈরি করে, সেই চিপসের জন্যই বিশেষ ধরনের আলু ব্যবহার করা হয়। সেই আলু ফলানোর অধিকার একমাত্র ওই সংস্থার রয়েছে।মোট ন’জন কৃষকের বিরুদ্ধে মামলা করেছিল পেপসি। বনসকান্থা, সবরকান্থা ও আরাবল্লি জেলার কৃষকদের বিরুদ্ধে মামলা করেছিল পেপসি।

শুক্রবার তাঁদের বিরুদ্ধে সব মামলা তুলে নিল ওই সংস্থা।
তবে মামলা প্রত্যাহারের পরও খুশি নয় গুজরাটের ওই কৃষকরা। তাঁদের বক্তব্য, লড়াই এখনও শেষ হয়নি। এবার পদক্ষেপ করতে হবে সরকারকে। পেপসির বিরুদ্ধে মামলা করেছিল কৃষকদের অধিকার রক্ষার সংগঠন। তারা পেপসির কাছ থেকে নিঃশর্ত ক্ষমা দাবি করেছিল।  কারণ, পেপসির অভিযোগের মাধ্যমে কৃষকদের চোর হিসেবে প্রমাণ করার চেষ্টা করা হয়েছিল। তা অত্যন্ত অপমানজনক বলে মনে করেছিলেন তারা। অবশেষে ওই মার্কিন সংস্থা সেই দাবি মেনে নিল।

No comments:

Post a Comment

হাওড়া শ্যামপুরে বাছরী যুব সংঘে মা সাজবেন রেশমী সুতোর সাজে

অর্পণ দাস:  হাওড়া গ্রামীণ অঞ্চলের শ্যামপুর থানার বাছরী গ্রামের "বাছরী যুব সংঘের" সার্বজনীন দুর্গোৎসবের এবছর ৫৩ তম বর্ষ । বিগত...