News H Times ওয়েব ডেস্ক:- পকসো আইনে ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থীকে গ্রেফতারের নির্দেশ। বিজেপি প্রার্থীর বিরুদ্ধে নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগের ভিত্তিতে ঐ প্রার্থীকে গ্রেফতারের নির্দেশ শিশু সুরক্ষা কমিশনের। সিইও দফতরকে পদক্ষেপের নির্দেশ শিশু সুরক্ষা কমিশনের। সম্প্রতি, দক্ষিণ ২৪ পরগনার ফলতা থানায় ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নীলাঞ্জন রায়ের বিরুদ্ধে এক কিশোরীকে যৌন নিগ্রহের অভিযোগে দায়ের হয়। পকসো আইনে রুজু হয়েছে মামলা। সেই প্রেক্ষিতেই রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের এই নির্দেশ। যদিও এই অভিযোগ নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি বিজেপির তরফ থেকে।
Subscribe to:
Post Comments (Atom)
হাওড়া শ্যামপুরে বাছরী যুব সংঘে মা সাজবেন রেশমী সুতোর সাজে
অর্পণ দাস: হাওড়া গ্রামীণ অঞ্চলের শ্যামপুর থানার বাছরী গ্রামের "বাছরী যুব সংঘের" সার্বজনীন দুর্গোৎসবের এবছর ৫৩ তম বর্ষ । বিগত...
-
N H T ওয়েব ডেস্ক:- পার্কিংকে কেন্দ্র করে রণক্ষেত্র হাওড়া পুরসভা ও আদালত চত্বর। পরিস্থিতি আয়ত্তে আনতে নামাতে হয ব়্যাফ। পরিস...
-
রণতোষ মুখোপাধ্যায়:- চাঁদিফাটা রোদ্দুর , গলছে পিচ, পুড়ছে চামড়া। রাস্তায় বেরিয়ে গলা শুকিয়ে কাঠ। আর এই মুশকিল আসানে লস্যি থেকে আখের রস...
-
রণতোষ মুখোপাধ্যায়:-চন্দননগরের পিয়ালী এভারেস্ট শীর্ষে আরোহণের লক্ষ্যমাত্রা নিয়ে পাড়ি দিয়েছিলেন বেশ কয়েকদিন আগে। দরিদ্র পরিবার থেকে উঠে ...

No comments:
Post a Comment