Friday, May 10, 2019

ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী কে গ্রেফতার করতে পুলিশকে নির্দেশ শিশু সুরক্ষা কমিশনের

   News H Times ওয়েব ডেস্ক:- পকসো আইনে ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থীকে গ্রেফতারের নির্দেশ। বিজেপি প্রার্থীর বিরুদ্ধে নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগের ভিত্তিতে  ঐ প্রার্থীকে গ্রেফতারের নির্দেশ শিশু সুরক্ষা কমিশনের। সিইও দফতরকে পদক্ষেপের নির্দেশ শিশু সুরক্ষা কমিশনের। সম্প্রতি, দক্ষিণ ২৪ পরগনার ফলতা থানায় ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নীলাঞ্জন রায়ের বিরুদ্ধে এক কিশোরীকে যৌন নিগ্রহের  অভিযোগে দায়ের হয়। পকসো আইনে রুজু হয়েছে মামলা। সেই প্রেক্ষিতেই রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের এই নির্দেশ। যদিও এই অভিযোগ নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি বিজেপির তরফ থেকে।

No comments:

Post a Comment

হাওড়া শ্যামপুরে বাছরী যুব সংঘে মা সাজবেন রেশমী সুতোর সাজে

অর্পণ দাস:  হাওড়া গ্রামীণ অঞ্চলের শ্যামপুর থানার বাছরী গ্রামের "বাছরী যুব সংঘের" সার্বজনীন দুর্গোৎসবের এবছর ৫৩ তম বর্ষ । বিগত...