Friday, May 10, 2019

দক্ষিণবঙ্গের আট জেলায় তাপপ্রবাহ, চলবে আগামী ৪৮ ঘন্টা


News H Times ওয়েব ডেস্ক:- দক্ষিণবঙ্গের আট জেলায় তাপপ্রবাহের সতর্ক বার্তা দিল  আলিপুর আবহাওয়া দফতর। আজ শুক্রবার থেকেই   পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে জারি হয়েছে তাপপ্রবাহের সতর্ক বার্তা। আগামী ৪৮ ঘন্টা কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও অস্বস্তিকর গরম এবং অতি আর্দ্রতার জ্বালা সইতে হবে।আজ  মহানগরে  উষ্ণতা ও অস্বস্তির ছিল চরমে।

আবহবিদ্যার পরিভাষায় গ্রীষ্মে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বেশি হলে (এ ক্ষেত্রে তাপমাত্রা ৪০ ডিগ্রি বা তার বেশি হতে হবে) সেটাকে তাপপ্রবাহ বলা হয়।
এদিন গরমে সকাল থেকেই নাকাল হয়েছেন পথে বেরোনো মানুষজন। যদিও প্রকৃতির রক্তচক্ষু উপেক্ষা করেই চলেছে ভোটের প্রচার। কাটা ফল আর বরফ জলের অবৈধ করবার  রমরমিয়ে ব্যবসা করেছে। প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে হাওড়া আন্দুলের বাসিন্দা এক কিশোরীর।
আশার খবর,রবিবারের  পর বৃষ্টির  সম্ভাবনার কথা  শুনিয়েছে  হাওয়া অফিস।




No comments:

Post a Comment

হাওড়া শ্যামপুরে বাছরী যুব সংঘে মা সাজবেন রেশমী সুতোর সাজে

অর্পণ দাস:  হাওড়া গ্রামীণ অঞ্চলের শ্যামপুর থানার বাছরী গ্রামের "বাছরী যুব সংঘের" সার্বজনীন দুর্গোৎসবের এবছর ৫৩ তম বর্ষ । বিগত...