Sunday, May 12, 2019

রঘুনাথপুরে সশস্ত্র দুষ্কৃতীদের ভাইরাল ভিডিও ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি


News H Times সাদা কাপড়ে মুখ ঢাকা, হাতে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র-সহ দাঁড়িয়ে রয়েছে একদল লোক৷ এক ঝলক দেখে মনে হতে পারে  জায়গাটা বোধহয় কোনও জঙ্গি ঘাঁটি । রবিবার সকাল থেকে এমনই একটি  ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়৷ যাকে ঘিরে তুঙ্গে পুরুলিয়ার রাজনৈতিক তরজা৷ সূত্রের খবর, ভিডিওটি বাঁকুড়া লোকসভার কেন্দ্রের অন্তর্গত পুরুলিয়ার রঘুনাথপুরের৷
অভিযোগ, আসানসোলের মেয়র জিতেন্দ্র তেওয়ারির নেতৃত্বে একদল বহিরাগত দুষ্কৃতী সেখান থেকে বাঁকুড়ায় ঢোকার প্রস্তুতি নিচ্ছিল৷ যদিও এই ভিডিওকে ভুয়ো বলেই দাবি করেছেন পুরুলিয়ার পুলিশ সুপার৷

No comments:

Post a Comment

হাওড়া শ্যামপুরে বাছরী যুব সংঘে মা সাজবেন রেশমী সুতোর সাজে

অর্পণ দাস:  হাওড়া গ্রামীণ অঞ্চলের শ্যামপুর থানার বাছরী গ্রামের "বাছরী যুব সংঘের" সার্বজনীন দুর্গোৎসবের এবছর ৫৩ তম বর্ষ । বিগত...