News H Times ওয়েব ডেস্ক:- সকালে উত্তর হাওড়ার মদন বিশ্বাস লেনে একটি নির্মীয়মান বহুতলের একতলার অংশ হঠাৎ মাটিতে বসে যাওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। সেই সময় বাড়িটির ভিতরে কেউ না থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গেছে।এই ঘটনায় আসে পাশের বাড়ির বাসিন্দারা যথেষ্ট আতঙ্কিত।এই বাড়িটির লাগোয়া বাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে । আতঙ্কে এবং নিরাপত্তার কথা ভেবে তারা আপাতত তাদের বাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছেন।
হাওড়ার সালকিয়াতে বিভিন্ন জায়গায় কোন রকম নিয়মনীতি তোয়াক্কা না করে সম্পূর্ণ রাজনৈতিক মদতে এভাবেই গড়ে উঠছে একের পর এক বহুতল। স্থানীয় মানুষের অভিযোগ, এলাকার কচি নেতাদের সিন্ডিকেট ব্যবসা র রমরমার পাশাপাশি এই বেআইনি নির্মাণে পকেট ভরছে হাওড়া পুরসভার এক শ্রেণীর অসাধু কর্মী থেকে কাউন্সিলরদের।সরু ঘুপচি জায়গায় গা ঘেঁষে একের পর এক বেআইনি নির্মাণ মাথা তুলছে হাওড়া সহরের সর্বত্র।আগুন লাগলে দমকলের গাড়ি ঢুকতে পারা তো দূর এই বেআইনি নির্মাণ গুলিতে নেই নূন্যতম অগ্নি নির্বাপণ ব্যাবস্থা।কোনোদিন একটি নির্মাণে আগুন লাগলে পাশাপাশি সমস্ত বাড়িগুলি ভস্বিভূত হয়ে যাবে। যেখানে চারফুট রাস্তাও নেই পথ চলার জন্য সেখানেই জি প্লাস ফ্লোর কিভাবে নির্মাণের ছাড়পত্র পায় পুরসভার সে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী।
উল্লেক্ষ্য,এই হাওড়া শহরেই খোদ মেয়রের (বিদায়ী) বিরুদ্ধেই উঠেছিল বেআইনি নির্মাণের অভিযোগ। আদালত পর্যন্ত গড়িয়েছে সেই অভিযোগ।
মাসখানেক আগে এই সালকিয়ার ই ত্রিপুরা রায় লেনেই এলাকার একজন নবান্নের সামনে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছিলেন। অভিযোগ উঠেছিল প্রোমোটারের নিপীড়নের চাপ সামলাতে না পেরেই তিনি এই কান্ড ঘটিয়েছিলেন।আরও অভিযোগ, শাসকদলের এক নেতার যোগ থাকায় সেই ঘটনার সঠিক তদন্ত না হয়ে ধামাচাপা দেওয়া হয়। আজকের ঘটনাতেও প্রোমোটার ও রাজনৈতিক যোগসাজশের অসাধু আঁতাতের যোগ থাকতে পারে বলে মত এলাকাবাসীর।
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন


No comments:
Post a Comment