Saturday, May 11, 2019

বিজেপি নেতাকে ধারাল অস্ত্রের কোপ উলুবেড়িয়ায়

News H Times ওয়েব ডেস্ক:- ভোট পরবর্তী হিংসা অব্যাহত হাওড়ার উলুবেড়িয়ায়।  ফেস্টুন ছেঁড়ার প্রতিবাদ করায়, বিজেপি নেতাকে ধারাল অস্ত্রের কোপ,  অভিযোগের তীর  তৃণমূলের প্রাক্তন প্রধানের স্বামীর বিরুদ্ধে। প্রতিবাদে স্থানীয় বিজেপি নেতৃত্বের জাতীয় সড়ক অবরোধ।
 বিজেপির অভিযোগ, গতকাল রাতে খলিসানি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রাক্তন প্রধান বর্ণালী দেঁড়ের স্বামী সঞ্জীব দেঁড়েকে উলুবেড়িয়া উপ নির্বাচনের বিজেপি প্রার্থীর নাম লেখা ফেস্টুন ছিঁড়তে দেখা যায়। প্রতিবাদ করায়, প্রাক্তন প্রধানের স্বামী, কলকাতা পুলিশের কর্মী সঞ্জীব ধারাল অস্ত্র দিয়ে বিজেপির স্থানীয় মণ্ডল সভাপতি যাদব প্রামাণিককে কোপায়। বাঁশ দিয়ে বেধড়ক মারধর করা হয় বিজেপি কর্মী রাকেশ কয়ালকে। দুজনকেই গুরুতর আহত অবস্থায় উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। উলুবেড়িয়া থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্ত পলাতক। ঘটনার প্রতিবাদে আজ সকালে খলিসানি মোড়ে ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন বিজেপি কর্মীরা। পুলিশি আশ্বাসে মিনিট  পরে অবরোধ ওঠে।




No comments:

Post a Comment

হাওড়া শ্যামপুরে বাছরী যুব সংঘে মা সাজবেন রেশমী সুতোর সাজে

অর্পণ দাস:  হাওড়া গ্রামীণ অঞ্চলের শ্যামপুর থানার বাছরী গ্রামের "বাছরী যুব সংঘের" সার্বজনীন দুর্গোৎসবের এবছর ৫৩ তম বর্ষ । বিগত...