Saturday, May 11, 2019

কলকাতা ট্র্যাফিক পুলিশ কর্মীদের ডিউটির সময় দুঘন্টা কমছে

News H Timesওয়েব ডেস্ক:-পুড়ছে বঙ্গ,চড়ছে পারদ। তাই তাপপ্রবাহের কথা মাথায় রেখে কলকাতা র ট্র্যাফিক পুলিশ কর্মীদের কাজের সময় আপাতত দিনে ৮ ঘণ্টা থেকে কমিয়ে ৬ ঘণ্টা করা হয়েছে।
গত কয়েক দিন ধরেই মাত্রা ছাড়া গরমে নাজেহাল অবস্থা শহরের ট্র্যাফিক পুলিশকর্মীদের। গরমের কথা মাথায় রেখে তাই ডিউটির সময় কমানোর সঙ্গেই ট্র্যাফিক কনস্টেবলদের ক্রসবেল্ট এবং চামড়ার অ্যাঙ্কলেট ব্যবহার করতে নিষেধ করা হয়েছে।
কলকাতা পুলিশ সূত্রে বলা হয়েছে, ট্র্যাফিক কনস্টেবলদের পাশাপাশি ট্র্যাফিক হোমগার্ডদেরও গরমে ডিউটির সময় কমিয়ে দেওয়া হয়েছে। লালবাজারের তরফে বলা হয়েছে, সিভিক ভলান্টিয়ার-সহ পুলিশকর্মীদের যাতে টানা ডিউটি না করতে হয় সে বিষয়টি দেখতে।
একই সঙ্গে পুলিশকর্মীদের গরমের হাত থেকে বাঁচতে ছাতা এবং রোদ চশমা ব্যবহার করতে নির্দেশ দেওয়া হয়েছে।ইতিমধ্যেই বিভিন্ন ট্র্যাফিক গার্ডের আধিকারিকেরা দায়িত্বে থাকা পুলিশকর্মীদের মধ্যে গ্লুকোজ, ছাতা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে।


No comments:

Post a Comment

হাওড়া শ্যামপুরে বাছরী যুব সংঘে মা সাজবেন রেশমী সুতোর সাজে

অর্পণ দাস:  হাওড়া গ্রামীণ অঞ্চলের শ্যামপুর থানার বাছরী গ্রামের "বাছরী যুব সংঘের" সার্বজনীন দুর্গোৎসবের এবছর ৫৩ তম বর্ষ । বিগত...