News H Timesওয়েব ডেস্ক:-ঘূর্ণিঝড় ফণী এবং অস্বাভাবিক গরমের কারণে টানা প্রায় দুমাস স্কুলে যেতে হবেনা পড়ুয়াদের।৩ মে থেকে ৩০ জুন ' ক্লাস সাসপেন্ড ' থাকার নির্দেশিকা জারি করেছে স্কুল শিক্ষা দপ্তর।
ছাত্রের অভাবে এমনিতেই রাজ্যের সরকারি সাহায্য প্রাপ্ত ওও পোষিত স্কুলগুলিতে ছাত্র ছাত্রীর সংকা তলানিতে পৌঁছেছে।কোথাও প্রাথমিক বিভাকে সবমিলিয়ে ১৬-১৭ জন পড়ুয়া তো কোথাও আর ও কম।প্রায় সর্বত্রই ছাত্র ছাত্রী অনুপাতে শিক্ষক শিক্ষিকা বেশি স্কুল গুলিতে। এমনিতেই সরকারি স্কুলগুলির প্রতি যখন অভিভাবকদের ধারণা খুব একটা ইতিবাচক নয় তখন এই বিজ্ঞপ্তিতে তাদের কাছে এই বার্তাই যাবে যে সরকারি স্কুলে পঠন পাঠন বলে কিছুই নেই শুধু ছুটি ই থাকে। স্বাভাবিক ভাবেই এতে করে সরকারি স্কুলে ছাত্র ছাত্রী ভর্তি হবার প্রবণতা আরও কমবে বলেই মত ওয়াকিবহাল মহলের। একদিকে যখন বেসরকারি স্কুলগুলি খোলা থাকবে তখন ঝড় ও অস্বাভাবিক গরমের দোহাই দিয়ে সরকারি স্কুলে টানা প্রায় দু মাস পঠন পাঠন বন্ধের এই নির্দেশিকা অনেকেই অযৌক্তিক বলে মনে করছেন।
যদিও শুক্র ও শনি বাদে বাকি দিনগুলিতে স্কুলে উপস্থিত থাকতে হবে শিক্ষকদের।


No comments:
Post a Comment