Friday, May 3, 2019

ফণী'র ধাক্কায় তছনছ পুরী, উড়ে গেল জলের ট্যাঙ্ক





                         ফণী'র ধাক্কায় তছনছ                                          পুরী। 

ইতমধ্যেই    ক্ষতিগ্ৰস্ত  ওড়িশার ১১ টি জেলা। পরিস্থিতি মোকাবিলায়

 নামানো হল বিপর্যয় মোকাবিলা  বাহিনী।

 পুরীতে ঘণ্টায় প্রায় দুশো কিলোমিটার বেগে চলছে ঘূর্ণিঝড়, ঝড়ের তাণ্ডবে উড়ল জলের ট্যাঙ্ক, ভাঙছে শেড, বাড়ির চাঙড়, সমুদ্রে প্রবল জলোচ্ছ্বাস। বিদ্যুৎ হীন গোটা এলাকা।





No comments:

Post a Comment

হাওড়া শ্যামপুরে বাছরী যুব সংঘে মা সাজবেন রেশমী সুতোর সাজে

অর্পণ দাস:  হাওড়া গ্রামীণ অঞ্চলের শ্যামপুর থানার বাছরী গ্রামের "বাছরী যুব সংঘের" সার্বজনীন দুর্গোৎসবের এবছর ৫৩ তম বর্ষ । বিগত...