Friday, May 3, 2019

হঠাৎ ঝড়ে তছনছ পশ্চিম মেদিনীপুরের একাংশ



ঘূর্ণিঝড় ফণী বাংলায় ঢোকার আগেই হঠাত্‍ ২০ সেকেন্ডের ঝড়ের তাণ্ডব। ২০ সেকেন্ডের তাণ্ডবে তছনছ পশ্চিম মেদিনীপুর শহরের একাংশ।তালপুকুর  এলাকায় হঠাৎ কয়েক সেকেন্ডের ঝরে উড়ে গেল একের পর এক বাড়ির ছাদ। ভেঙে পড়ে বিশাল বিশাল গাছ, বিদ্যুতের খুঁটি।

No comments:

Post a Comment

হাওড়া শ্যামপুরে বাছরী যুব সংঘে মা সাজবেন রেশমী সুতোর সাজে

অর্পণ দাস:  হাওড়া গ্রামীণ অঞ্চলের শ্যামপুর থানার বাছরী গ্রামের "বাছরী যুব সংঘের" সার্বজনীন দুর্গোৎসবের এবছর ৫৩ তম বর্ষ । বিগত...