Thursday, May 2, 2019

ওড়িশা উপকূলে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় ফণী', গতিবেগ ঘণ্টায় ২০০ কিলোমিটার


NHT:-ওড়িশা উপকূলে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় ফণি, ঝড়ের গতি ঘণ্টায় ২০০ কিলোমিটার। গোপালপুর ও পুরীতে সকাল সাড়ে নটা নাগাদ ফণির ঢুকে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল। কিন্তু নির্ধারিত সময়ের আগেই সকাল আটটা নাগাদই তার অস্তিত্ব জানান দিতে থাকে ফণি। অবশেষে সাড়ে আটটার পর তা ঢুকে পড়ল ওড়িশা উপকূলে।

No comments:

Post a Comment

হাওড়া শ্যামপুরে বাছরী যুব সংঘে মা সাজবেন রেশমী সুতোর সাজে

অর্পণ দাস:  হাওড়া গ্রামীণ অঞ্চলের শ্যামপুর থানার বাছরী গ্রামের "বাছরী যুব সংঘের" সার্বজনীন দুর্গোৎসবের এবছর ৫৩ তম বর্ষ । বিগত...