NHT ওয়েব ডেস্ক:-ইয়েতি নয়। ভালুকের পায়ের ছাপ দেখেছেন ভারতীয় সেনাবাহিনীর সদস্যরা। ভারতীয় সেনার ইয়েতি তত্ত্ব উড়িয়ে দিয়ে এমনটাই জানালো নেপালের সেনাবাহিনী।
হবে ভারতীয় সেনার ওই ‘ইয়েতির পায়ের ছাপ’ ভালুকের বলে দাবি করেছে নেপাল সেনাবাহিনী। নেপাল সেনার মুখপত্র ব্রিগেডিয়ার জেনারেল বিজ্ঞানদেব পাণ্ডে বলেন,‘‘ ভারতীয় সেনা অভিযাত্রী দলের সঙ্গে আমাদের সেনা সদস্যরা ছিলেন। ছিলেন স্থানীয় সেনা এবং মোটবাহকরাও। তাঁদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি ওই পায়ের ছাপ আসলে ওই অঞ্চলের বাদামী ভালুকের। ওই এলাকায় বাদামী ভালুক প্রায়শই দেখা যায়।”


No comments:
Post a Comment