Monday, May 20, 2019

আজ ঘরে ফিরছে পর্বতারোহী কুন্তল এবং বিপ্লবের দেহ


News H Times ওয়েব ডেস্ক:- ময়না-তদন্তের পর আজ বিকেলে সম্ভবত কলকাতা এসে পৌঁছবে বিপ্লব ও কুন্তলের দেহ।
প্রসঙ্গত, গত শনিবার প্রতিকূল আবহাওয়ার সঙ্গে তীব্র লড়াই চালিয়ে দেহ দু’টি ক্যাম্প টু পর্যন্ত নামিয়ে আনেন ছ’জন শেরপার একটি দক্ষ দল। রবিবার ক্যাম্প টু থেকে হেলিকপ্টারে কাঠমাণ্ডু উড়িয়ে আনা হয়েছিল এই দুই  পর্বতারোহীর  দেহ।


               

উল্লেখ্য,কাঞ্চনজঙ্ঘাতে অভিযান চালাতে গিয়ে গত ১৫ মে উচ্চতাজনিত অসুস্থতায় মৃত্যু হয় দুই বাঙালি পর্বতারোহী— হাওড়ার কুন্তল (৪৬) এবং মাদুরদহের বিপ্লব (৪৮)-এর। আট হাজার মিটার উঁচুতে দীর্ঘ সামিট পুশের ক্লান্তি, অক্সিজেন ও জলের অভাবেই হার মানতে হয়েছিল ওই দুই এভারেস্টজয়ী পর্বতারোহীকে।





No comments:

Post a Comment

হাওড়া শ্যামপুরে বাছরী যুব সংঘে মা সাজবেন রেশমী সুতোর সাজে

অর্পণ দাস:  হাওড়া গ্রামীণ অঞ্চলের শ্যামপুর থানার বাছরী গ্রামের "বাছরী যুব সংঘের" সার্বজনীন দুর্গোৎসবের এবছর ৫৩ তম বর্ষ । বিগত...