News H Times ওয়েব ডেস্ক:- ময়না-তদন্তের পর আজ বিকেলে সম্ভবত কলকাতা এসে পৌঁছবে বিপ্লব ও কুন্তলের দেহ।
প্রসঙ্গত, গত শনিবার প্রতিকূল আবহাওয়ার সঙ্গে তীব্র লড়াই চালিয়ে দেহ দু’টি ক্যাম্প টু পর্যন্ত নামিয়ে আনেন ছ’জন শেরপার একটি দক্ষ দল। রবিবার ক্যাম্প টু থেকে হেলিকপ্টারে কাঠমাণ্ডু উড়িয়ে আনা হয়েছিল এই দুই পর্বতারোহীর দেহ।



No comments:
Post a Comment