Sunday, May 19, 2019

সাতসকালে হাওড়া স্টেশনে বড়সড় দূর্ঘটনা

News H Times ওয়েব ডেস্ক:-সাতসকালে বড়সড় দুর্ঘটনা হাওড়া স্টেশনে ৷ হাওড়া স্টেশনে লোহার বিম ভেঙে বিপত্তি ৷ গুরুতর আহত ১জন মহিলা-সহ বেশ কয়েকজন ।
 সপ্তাহের প্রথম কাজের দিনে অফিসে টাইমে গোটা হাওড়া স্টেশনেই তখন থিকথিক করছে ভিড় ৷ সেই সময় হাওড়া স্টেশনের ভিতরে আচমকাই ভেঙে পড়ে একটি লোহার বিম ৷ গুরুতর আহত হন এক মহিলা ৷ এছাড়াও লোহার বিমের নিচে  বেশ কয়েকজনের আটকে পড়ে  গুরুতর আহত হওয়ার খবর মিলেছে৷ স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তারা ৷ 

No comments:

Post a Comment

হাওড়া শ্যামপুরে বাছরী যুব সংঘে মা সাজবেন রেশমী সুতোর সাজে

অর্পণ দাস:  হাওড়া গ্রামীণ অঞ্চলের শ্যামপুর থানার বাছরী গ্রামের "বাছরী যুব সংঘের" সার্বজনীন দুর্গোৎসবের এবছর ৫৩ তম বর্ষ । বিগত...