Thursday, May 30, 2019

মনিরুলের বিজেপি যোগে ক্ষোভ বাড়ছে বিজেপির অন্দরেই


News H Times ওয়েব ডেস্ক:- সদ্য বিজেপিতে যোগ দেওয়া তৃণমূল বিধায়ক মণিরুল ইসলামকে ঘিরে এবার বিজেপির অন্দরেই গৃহযুদ্ধ বেঁধে গেল। বুধবার রাতেই ফেসবুকে মণিরুলের যোগদান নিয়ে কার্যত ক্ষোভে ফেটে পড়েন হাওড়ার বিজেপি প্রার্থী রন্তিদেব সেনগুপ্ত।

এছাড়াও সদ্য বিজেপি সাংসদ হওয়া সৌমিত্র খাঁয়ের স্ত্রী সুজাতা খাঁ-ও এনিয়ে তীব্র আপত্তি প্রকাশ করেছেন।

যদিও আজ অনুপম তার ফেসবুক একাউন্টে এর পাল্টা তুলোধুনা করেছেন ‌‌‌‌‌তার সমালোচকদের।তিনি পরিষ্কার জানিয়েছেন মনিরুলের বিজেপি যোগের সাথে তার বিন্দুমাত্র কোনও যোগাযোগ নেই।
 প্রতিবাদে সরব হয়েছেন বীরভূমের পরিচিত বিজেপি নেতা কালোসোনা মন্ডল। বৃহস্পতিবার কার্যত ক্ষোভে ফেটে পড়ে কালোসোনা মন্ডল জানান, 'আমরা মণিরুলকে মানব না। বিজেপিকে এর মাশুল গুণতে হবে।' তাঁর কথায়, এরজন্যে দল ছেড়ে দিতে হলেও তাঁর কোনও অসুবিধা নেই।


No comments:

Post a Comment

হাওড়া শ্যামপুরে বাছরী যুব সংঘে মা সাজবেন রেশমী সুতোর সাজে

অর্পণ দাস:  হাওড়া গ্রামীণ অঞ্চলের শ্যামপুর থানার বাছরী গ্রামের "বাছরী যুব সংঘের" সার্বজনীন দুর্গোৎসবের এবছর ৫৩ তম বর্ষ । বিগত...