Monday, May 27, 2019

উচ্চমাধ্যমিকেও মেধাতালিকায় আন্দুল, অষ্টম ঝোড়হাটের কুন্তল

News H Timesওয়েব ডেস্ক:- মাধ্যমিকে মেধা তালিকায় সাফল্যের পর উচ্চমাধ্যমিকেও মেধাতালিকায় জায়গা করে নিল হাওড়ার আন্দুল। মাধ্যমিকে রাজ্যে ষষ্ঠ স্থান লাভ করে আন্দুলকে গৌরবান্বিত করেছিল অঙ্কন।আর এবার উচ্চমাধ্যমিকে রাজ্যে যেকজন অষ্টম স্থান লাভ করেছে তাদের মধ্যে আছে হাওড়ার আন্দুল ঝোড়হাট নিবাসী কুন্তল দাস।কুন্তল বি ই কলেজ মডেল স্কুলের ছাত্র। এ


প্রসঙ্গত উল্লেখ্য ২০১৭ সালে মাধ্যমিক পরীক্ষার মেধা তালিকায় কুন্তল রাজ্যে  দশম স্থান অধিকার করেছিল।
উচ্চমাধ্যমিকে এই সাফল্যে র জন্য আজ‌ তাকে শুভেচ্ছা জানাতে এসেছিলেন দ:হাওড়া র বিধায়ক ব্রজমোহন মজুমদার , শাঁকরাইল পঞ্চায়েত সমিতির সভাপতি জয়ন্ত ঘোষ প্রমূখ।

No comments:

Post a Comment

হাওড়া শ্যামপুরে বাছরী যুব সংঘে মা সাজবেন রেশমী সুতোর সাজে

অর্পণ দাস:  হাওড়া গ্রামীণ অঞ্চলের শ্যামপুর থানার বাছরী গ্রামের "বাছরী যুব সংঘের" সার্বজনীন দুর্গোৎসবের এবছর ৫৩ তম বর্ষ । বিগত...