রণতোষ মুখোপাধ্যায় :-তার ছবি দিয়ে ভোটের আগে এমন কোনও ব্যানার বা ফেস্টুন ঝোলেনা যাতে লেখা থাকবে 'সততার প্রতীক' অথচ তিনিই দেশের সবথেকে গরিব সাংসদ। গাড়ির বদলে সাইকেল অথবা অটো রিকশায় ঘুরে বেড়ান। অটো ভাড়া নিয়ে ভোটের প্রচার করেছেন। থাকেন খড়ের চালা বাড়িতে। নাম প্রতাপ চন্দ্র সারেঙ্গী। তিনবারের বিধায়ক। ওড়িশার বালাসোর লোকসভা কেন্দ্রের নির্বাচিত সাংসদ। গতকাল মোদী মন্ত্রিসভায় রাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন এই মানুষটি।
পিছিয়ে পড়া মানুষের সেবায় তিনি তাঁর জীবনকে উৎসর্গ করেছেন।
ওড়িশার বালাসোরের প্রত্যন্ত গোপীনাথপুর গ্রামে ব্রাহ্মণ পরিবারে তাঁর জন্ম। ১৯৭৫ সালে
উৎকল বিশ্ববিদ্যালয়ের অধীন বালাসোরের ফকির মোহন কলেজ থেকে তিনি স্নাতক হন। কিশোর বয়স থেকেই আধ্যাত্মিক জগতের প্রতি তাঁর অমোঘ আকর্ষণ ছিল। স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত ছিলেন। রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীর জীবন বেছে নিতে চেয়েছিলেন। বেশ কয়েকবার বেলুড় মঠেও নাকি এসেছিলেন সন্ন্যাসী হওয়ার বাসনায় । যদিও সেই সাধ তাঁর পুরণ হয়নি। রামকৃষ্ণ মঠের মহারাজরা কথা বলে জানতে পেরেছিলেন বাড়িতে তাঁর বিধবা মা রয়েছেন। মহারাজরা তাঁকে মায়ের সেবা করার পরামর্শ দিয়েছিলেন। সেখান থেকে গ্রামে ফিরে আসেন। গরিব আদিবাসী ছেলেমেয়েদের জন্য চালু করেন স্কুল।
ভালো থাকবেন স্যার, আপনাদের জন্যেই রাজনীতি লগ্নভ্রষ্টা হতে হতেও বারংবার বেঁচে যায়। প্রায় বখে যাওয়া রাজনীতি কে আপনাদের মতো সৎ পাত্রে পাত্রস্থ করতে পারলে কোটি কোটি ভারতবাসী ও অনেকটা নিশ্চিন্ত হতে পারে।




No comments:
Post a Comment