Wednesday, May 29, 2019

ছবির শ্যুটিংয়ের কারনে ব্যাহত হাসপাতালের পরিষেবা, বিক্ষোভের জেরে বন্ধ শুটিং

News H Times ওয়েব ডেস্ক:- গত ২৫ মে থেকে ডুয়ার্সের বিভিন্ন প্রান্তে  'বাঁশুরি'  ছবির শ্যুটিং শুরু করেছিলেন পরিচালক হরি বিশ্বনাথ। সেইমতো ২৯ মে বুধবার সকাল ৯টা থেকে জলপাইগুড়ির সদর হাসপাতালের লেপ্রসি বিভাগের সামনে  চলছিল ছবির শ্যুটিং।  স্বাস্থ্য দফতরের প্রয়োজনীয় অনুমতি ছিল।   
স্থানীয়দের অভিযোগ, রাস্তা আটকে শ্যুটিং চলায় এবং শ্যুটিং দেখতে উৎসুক মানুষের ভিড় জমায় সমস্যায় পড়তে হচ্ছিল হাসপাতালে চিকিৎসার জন্য আসা রোগীদের। কাজে সমস্যা হচ্ছিল হাসপাতালের স্বাস্থ্যকর্মীদেরও।  চিকিৎসায় সমস্যা হচ্ছিল প্রসূতি বিভাগেও। রোগী ও স্বাস্থ্যকর্মীরা এর প্রতিবাদে বিক্ষোভ দেখান।
তবে রোগী ও স্বাস্থ্যকর্মীদের বিক্ষোভের জেরে এদিন  সেই ছবির শ্যুটিং বন্ধ করে দেন অতিরিক্ত জেলাশাসক সুনীল আগরওয়াল।

No comments:

Post a Comment

হাওড়া শ্যামপুরে বাছরী যুব সংঘে মা সাজবেন রেশমী সুতোর সাজে

অর্পণ দাস:  হাওড়া গ্রামীণ অঞ্চলের শ্যামপুর থানার বাছরী গ্রামের "বাছরী যুব সংঘের" সার্বজনীন দুর্গোৎসবের এবছর ৫৩ তম বর্ষ । বিগত...