News H Times ওয়েব ডেস্ক:- উদয়ন সংঘের সংঘ ভবনে অনুষ্ঠিত হয়ে গেল দুদিনব্যাপী আন্তঃ হাওড়া ২৯" একক ক্যারাম প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার আয়োজক ছিলেন" ২৯" ক্যারম একাডেমী"।
সহায়তায় চ্যাটার্জিহাট চারাবাগান উদয়ন সংঘ।
এই প্রতিযোগিতায় হাওড়ার মোট সাতটি ক্যারাম প্রেমী সংগঠন থেকে চল্লিশজন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন। সাতটি ক্যারাম প্রেমী সংগঠন -
১) ২৯"ক্যারম একাডেমী২)চ্যাটার্জিহাট চারাবাগান উদয়ন সংঘ৩)কদমতলা মিলন সংঘ
৪)স্বামীজী স্পোর্টিং৫)ক্যারম ওয়ারিয়ার৬)চকপাড়া মিলনী
৭)পতিহার ক্যারম ইনস্টিটিউট
প্রতিযোগিতায় প্রত্যেকের উৎসাহ ছিল চোখে পড়ার মত। প্রতিযোগিতায় জয়ী হন বিশিষ্ট ক্যারম প্লেয়ার দিলীপ পাখিরা ও
বিজয়ী হন সন্দীপ বসু। দুজনেই চ্যাটার্জিহাট চারাবাগান উদয়ন সংঘ এর সদস্য।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ। -
মদন মোহন মুখার্জি
(হাওড়া ডিস্ট্রিক্ট ক্যারম এসোসিয়েশনের সম্পাদক)
দ্বিবেন্দু সিমলাই
(ক্যারম এসোসিয়েশন অফ বেঙ্গলের সম্পাদক)
ডাক্তার সিদ্ধার্থ শঙ্কর বসু
(স্পোর্টস মেডিসিন)
অসীম পাল
(বিশিষ্ট ক্যারম প্লেয়ার)
উজ্জ্বল দত্ত
(ন্যাশনাল ক্যারম আম্পায়ার)
বিশ্বজিৎ ভট্টাচার্য
(বিশিষ্ট ক্যারম প্লেয়ার ও উদয়ন সংঘের সভাপতি)
তপন দাস
(উদয়ন সংঘের সভাপতি)
চন্দ্রকান্ত বেরা
(উদয়ন সংঘের কোষাদক্ষ)
সমগ্র অনুষ্ঠানের পরিচালনা করেন উদয়ন সংঘের সম্পাদক অভিজিৎ রায়।
বক্তারা উৎসাহিত করেন প্রতিযোগীদের যাতে তাঁরা আরো ভালো করে এই খেলা খেলতে পারেন ও নিজেদের এই খেলায় প্রতিষ্ঠিত করতে পারেন।
স্পোর্টস মেডিসিন এর ডাক্তার বাবু সিদ্ধার্থ শঙ্কর বসু তুলে ধরেন কিভাবে প্লেয়ারদের বিজ্ঞানসম্মতভাবে প্রশিক্ষণ দেওয়া উচিত এবং কিভাবে নিজেদের শারীরিকভাবে সুস্থ রাখা উচিত। তার এই বক্তব্য অনুষ্ঠানের আরো একটু সুন্দর মাত্রাযোগ করে।






Very nice steps.This type of tournament is to be organised for promotion of 29" Carrom.Congrats to all for conducting the tournament.But it was mentioned that 'Joyi' is correct, 'BIJOYI'is wrong. I request that this type of mistake won't occur in future.
ReplyDelete