Tuesday, May 28, 2019

তৃনমূল কে বড় ধাক্কা অর্জুনের, ভাটপাড়া পুরসভায় সংখ্যাগরিষ্ঠতা বিজেপির,


News H Times ওয়েব ডেস্ক:- মঙ্গলবার অর্জুন সিংয়ের হাত ধরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন ৮ কাউন্সিলর।  । ফলে ভাটপাড়া পুরসভা বিজেপির দখলে যাওয়া এখন শুধু সময়ের অপেক্ষা।  ৩৪ আসনের ভাটপাড়া পৌরসভায় বর্তমানে বিজেপির দখলে ১৯টি ওয়ার্ড। তৃণমূলের ১৪টি।   দলবদলকারী কাউন্সিলরদের দাবি, তারা আগেই বিজেপিতে যোগদান করতে চেয়েছিলেন। কিন্তু তৃণমূলের চাপে করতে পারেননি। তাই লোকসভা নির্বাচনের ফল বেরোনোর পর বিজেপিতে যোগদান করলেন তাঁরা।

লোকসভা ভোটে জয়ের পর  ব্যাকারপুর শিল্পাঞ্চলে  ফের একবার  তৃণমূলকে  বড় ধাক্কা  দিলেন  অর্জুন সিং।


No comments:

Post a Comment

হাওড়া শ্যামপুরে বাছরী যুব সংঘে মা সাজবেন রেশমী সুতোর সাজে

অর্পণ দাস:  হাওড়া গ্রামীণ অঞ্চলের শ্যামপুর থানার বাছরী গ্রামের "বাছরী যুব সংঘের" সার্বজনীন দুর্গোৎসবের এবছর ৫৩ তম বর্ষ । বিগত...