Tuesday, May 28, 2019

দিল্লীতে গণ যোগদান তৃণমূলের বিধায়ক এবং কাউন্সিলরদের


News H Times ওয়েব ডেস্ক:-  একটা-দুটো নয়, চারটে পুরসভা তৃণমূলের হাত থেকে ছিনিয়ে নিল বিজেপি। দিল্লিতে বিজেপির সদর দফতরে কাঁচরাপাড়া, হালিশহর ও নৈহাটির সিংহভাগ কাউন্সিলর যোগ দিলেন গেরুয়া শিবিরে।
দিল্লিতে বিজেপির সদর দফতরে সাংবাদিক বৈঠকে মুকুল রায় দাবি করলেন, কাঁচরাপাড়া পুরসভা ২৪ জন কাউন্সিলরের মধ্যে ১৭ জনই এলেন বিজেপিকে। হালিশহর পুরসভার ২৩জন কাউন্সিলরের মধ্যে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান-সহ ১৭ জনই শিবির বদল করলেন। নৈহাটি পুরসভার ৩১টি ওয়ার্ড রয়েছে। তার মধ্যে ২৯জন কাউন্সিলরই গেরুয়া শিবিরে চলে এসেছেন। ফলে অঙ্কের নিয়মে তিনটি পুরসভাতেই এখন সংখ্যাগরিষ্ঠ বিজেপি।

মুকুল পুত্র শুভ্রাংশুও এদিন যোগ দেন বিজেপি তে।

No comments:

Post a Comment

হাওড়া শ্যামপুরে বাছরী যুব সংঘে মা সাজবেন রেশমী সুতোর সাজে

অর্পণ দাস:  হাওড়া গ্রামীণ অঞ্চলের শ্যামপুর থানার বাছরী গ্রামের "বাছরী যুব সংঘের" সার্বজনীন দুর্গোৎসবের এবছর ৫৩ তম বর্ষ । বিগত...