News H Times:- সাঁকরাই স্টেশনের কাছে একটি তিন বিঘা জলাভূমি ধীরে ধীরে ভরাট করার অভিযোগ উঠেছে।অভিযোগের তীর ,রাজনৈতিক মদতপুষ্ট কিছু অসাধু প্রোমোটারের দিকে।অভিযোগ,স্থানীয় লোকজন বিষয়টি পঞ্চায়েত সমিতি ও সাঁকরাইল থানায় জানানোর পরেও জলাভূমি ভরাট বন্ধ হয়নি।আর তাতেই রাজনৈতিক মদতের ছায়া দেখছেন এলাকাবাসী।
স্থানীয় বাসিন্দাদের বক্তব্য,এলাকার নিকাশি নালাগুলি এই জলাভূমিতে গিয়ে পড়েছে।তাই বর্ষাকালে এই এলাকার জল জমা থেকে মুক্তি পেতে এই জলাভূমি ই ভরসা।কিন্তু জলাভূমি টি যেভাবে ভরাট করে দেওয়া হচ্ছে তাতে এই বর্ষায় এলাকাটি ডুবে যেতে পারে বলে আশংকা করছেন স্থানীয় লোকজন। অবিলম্বে এই জলাভূমি ভরাট বন্ধ না করলে এলাকার মানুষ প্রতিবাদে রাস্তায় নামবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।তাদের আরোও অভিযোগ, যেভাবে জলাভূমি টির দুদিক দিয়ে রাবিশ,আবর্জনা ফেলে ভরাট করা হচ্ছে তাতে কিছুদিনের মধ্যেই ভরাট হয়ে যাবে এই জলাভূমি।
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ৮৯১০৪৬৩১১৭


No comments:
Post a Comment