Monday, April 22, 2019

তারাপীঠ মন্দিরে মুখ ঢেকে মিঠুন, দিলেন পুজো।


নিজস্ব প্রতিবেদন:- অসুস্থতার কাটিয়ে দীর্ঘ প্রায় ৪ বছর পরে সম্প্রতি বাংলায় পা রেখেছেন মিঠুন। এর আগে বাংলা নববর্ষের দিন শৈলশহর কার্শিয়াংয়ে একটি হোটেল উদ্বোধন করতে বাংলায় এসেছেন  তিনি।  আর আজ এলেন তারাপীঠ।কিন্তু মিঠুন যে তারাপীঠে  আসছেন, সেই খবর সম্পূর্ণ গোপনই রাখা হয়েছিল। ঠিক যেমনটা গোপন রাখা হয়েছিল তার কর্সিয়াং আসার খবর।



আজ তারাপীঠ  মন্দিরে প্রবেশের সময় মুখ ঢেকে রেখেছিলেন তিনি। একইভাবে পুজো দিয়ে বেরনোর সময়ও ঢাকা ছিল তাঁর মুখ।তবে  তাঁকে চিনতে বিন্দুমাত্র ভুল করেনি মন্দিরে  উপস্থিত জনতা।


 ।                    বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

No comments:

Post a Comment

হাওড়া শ্যামপুরে বাছরী যুব সংঘে মা সাজবেন রেশমী সুতোর সাজে

অর্পণ দাস:  হাওড়া গ্রামীণ অঞ্চলের শ্যামপুর থানার বাছরী গ্রামের "বাছরী যুব সংঘের" সার্বজনীন দুর্গোৎসবের এবছর ৫৩ তম বর্ষ । বিগত...