NHT ওয়েব ডেস্ক:- শহর হাওড়া র অত্যন্ত বর্ধিষ্ণু গ্রাম আন্দুল। যদিও আন্দুল এখন শহুরে যাপনে অভ্যস্ত তবু শিল্প সংস্কৃতি ও জ্ঞান চর্চায় অগ্ৰভাগে থাকা এই আন্দুলের মুকুটে এবার নতুন পালক।আগামী ৩০ এপ্রিল আন্দুলে এই প্রথমবার আয়োজিত হতে চলেছে "হাওড়া শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল"।আন্দুল জয়জয়ন্তি হলে আগামী ৩০ তারিখ যার আনুষ্ঠানিক উদ্বোধন।
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন



No comments:
Post a Comment