Monday, April 22, 2019

বিরল প্রজাপতিদের লেন্সবন্দী করলেন হাওড়ার গবেষক।


পৃথ্বীশরাজ কুন্তী:'Pieridae' পরিবারভুক্ত সুদৃশ্য প্রজাপতি 'Small Salmon Arab'।এশিয়া ও আফ্রিকায় অবস্থান করলেও এদের দেখামেলা ভার।

এই বিরল প্রজাপতিদেরই লেন্সবন্দী করলেন গবেষক ড.সৌরভ দোয়ারী।পেশায় শিক্ষক সৌরভ দোয়ারী গবেষণার কাজে পূর্ব মেদিনীপুরের রসুলপুরের সমুদ্রতটে গিয়ে গত কয়েকদিন আগে দেখা পান এই বিরল প্রজাপতিদের।সৌরভ জানান,তিনি সেখানে তিনটি পুরুষ ও একটি মহিলা সালমন আরব দেখতে পান সাথে সাথেই লেন্সবন্দী করেন।তিনি আরও জানান,মূলত পশ্চিমবঙ্গের সমুদ্রউপকূল অঞ্চলে এদের দেখা মিললেও তা অত্যন্ত বিরল।

প্রজাপতিপ্রেমীদের কাছে এই চিত্তাকর্ষক প্রজাপতির দেখামেলা পরমপ্রাপ্তির বিষয়।

        স্মল সালমন আরব নামক প্রজাপতি লেন্সবন্দি করলেন গবেষক।

FOR ADVERTISING
PLEASE CONTACT
8910463117

No comments:

Post a Comment

হাওড়া শ্যামপুরে বাছরী যুব সংঘে মা সাজবেন রেশমী সুতোর সাজে

অর্পণ দাস:  হাওড়া গ্রামীণ অঞ্চলের শ্যামপুর থানার বাছরী গ্রামের "বাছরী যুব সংঘের" সার্বজনীন দুর্গোৎসবের এবছর ৫৩ তম বর্ষ । বিগত...