নিজস্ব প্রতিবেদন:--কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার, বর্তমানে এডিজি-সিআইডি রাজীবকে সুপ্রিম কোর্টের নির্দেশেই শিলংয়ে সিবিআইয়ের প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল। সে সময় রাজীবকে গ্রেফতার করা যাবে না বলে ‘রক্ষাকবচ’ও দিয়েছিল শীর্ষ আদালত।
আর এবার এবার রাজীব কুমার কে গ্রেফতার করার প্রয়োজন রয়েছে মনে করলে সুপ্রিম কোর্ট অনুমতি দেবে বলে মন্তব্য করলেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ।সিবিআইয়ের অভিযোগ, শিলংয়ে সত্যি কথা বলেননি রাজীব। তাই সুপ্রিম কোর্ট ‘রক্ষাকবচ’ সরিয়ে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে হেফাজতে নেওয়ার অনুমতি দিক। এ নিয়ে শুনানির সময় প্রধান বিচারপতি আজ মন্তব্য করেন, ‘‘আমরা যদি সন্তুষ্ট হই যে গ্রেফতারির প্রয়োজন হয়েছে, তা হলে আগের নির্দেশ প্রত্যাহার করা হবে।’’ সিবিআইয়ের অভিযোগের জবাব দেওয়ার জন্য রাজীব কুমারকে আগামী সোমবার পর্যন্ত সময় দিয়েছে সুপ্রিম কোর্ট। সেদিন পরবর্তী শুনানি।

No comments:
Post a Comment