Tuesday, April 9, 2019

ভুল ল্যান্ডিং-এ ভাঙল জিমন্যাস্টের ২ পা, রোমহর্ষক সেই ভিডিও

ফ্লোরে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়ে অবসর ঘোষণা করলেন মার্কিন জিমন্যাস্ট স্যাম সেরিও।
 একটি জটিল মুভ অনুশীলনের সময় ল্যান্ডিং করতে গিয়ে
ম্যাটে আছড়ে পড়ার সময় সাময়িক ভুলে তাঁর দুই পা বিশ্রীভাবে আঘাতপ্রাপ্ত হয়।


রোমহর্ষক সেই ভিডিয়ো দেখলে চমকে উঠবে যে কেউ।ভি ভিটিতে দেখা গেছে  স্যামের দুটি পা হাঁটুর নীচ থেকে একেবারে উলটে যায়। চিত্‍‌কার করতে থাকেন অ্যাথলিট। সঙ্গে সঙ্গে ফ্লোরে ছুটে যান প্রশিক্ষক ও মেডিক্যাল স্টাফরা। 

No comments:

Post a Comment

হাওড়া শ্যামপুরে বাছরী যুব সংঘে মা সাজবেন রেশমী সুতোর সাজে

অর্পণ দাস:  হাওড়া গ্রামীণ অঞ্চলের শ্যামপুর থানার বাছরী গ্রামের "বাছরী যুব সংঘের" সার্বজনীন দুর্গোৎসবের এবছর ৫৩ তম বর্ষ । বিগত...