Tuesday, April 9, 2019

রয়্যালবেঙ্গলের রহস্য মৃত্যু সুন্দরবনে

আদলমারির জঙ্গলে উদ্ধার  একটি পূর্ণবয়স্ক রয়্যাল বেঙ্গল টাইগারের  পচাগলাদেহ। বন কর্তাদের অনুমান, বাঘটির স্বাভাবিক মৃত্যু হয়নি।  তবে  কী ভাবে বাঘটিরটির মৃত্যু হল, তা নিয়ে দানা বাঁধছে রহস্য। ভাবে বাঘটির মৃত্যু হল, জানতে দেহাংশের ময়নাতদন্ত হবে বলে জানিয়েছেন এক বনাধিকারিক।

বন দফতর সূত্রে খবর, আদলমারির জঙ্গলে রুটিন তল্লাশির সময় বাঘটির দেহ নজরে আসে। কিন্তু সেই দেহটি ছিল পচাগলা। দেহাংশের কাছে একটি হরিণ ধরার ফাঁদ মেলে। যা থেকে বনকর্তাদের অনুমান, অস্বাভাবিক মৃত্যু হয়েছে বাঘটির। তাই মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের সিদ্ধান্ত নিয়েছে বন দফতর। 

                   
              

No comments:

Post a Comment

হাওড়া শ্যামপুরে বাছরী যুব সংঘে মা সাজবেন রেশমী সুতোর সাজে

অর্পণ দাস:  হাওড়া গ্রামীণ অঞ্চলের শ্যামপুর থানার বাছরী গ্রামের "বাছরী যুব সংঘের" সার্বজনীন দুর্গোৎসবের এবছর ৫৩ তম বর্ষ । বিগত...