ওয়েব ডেস্ক:-আসছে উইন্ডোজের নতুন সিনেমা 'কন্ঠ'। এখনও পর্যন্ত শিবপ্রসাদ-নন্দিতার যে সিনেমা আমরা দেখে এসেছি তার চেয়ে অনেকটাই অন্যরকম কন্ঠ। আজ বাংলা বছরের শেষ দিনে এল এই সিনেমার ট্রেলর। যে ট্রেলর মুক্তির সঙ্গে সঙ্গেই উচ্ছ্বসিত হয়ে ট্যুইটারে পরিচালক শিবপ্রসাদকে সাধুবাদ জানিয়েছেন ঋষি কাপুর। সম্প্রতি যিনি কর্কট রোগে আক্রান্ত হয়ে বিদেশে চিকিৎসাধীন।
ছবির ট্রেলার মুক্তি উপলক্ষে এমন কিছু মানুষের সঙ্গে শিবপ্রসাদ আলাপ করিয়ে দিলেন যাঁরা এ ছবির সঙ্গে ' হলায় গলায়' জড়িয়ে। চিকিত্সক সৌরভ দত্ত। ক্যানসার রুগীদের পেশাদারি দক্ষতায় সামলান যিনি। ‘স্পিচ প্লাস’-এর সোমনাথ মুখোপাধ্যায়। অপারেশনের পর রোগী বিপদসীমার বাইরে চলে যাওয়ার পর যাঁর কাজ শুরু। রোগীকে নতুন ভাবে কথা বলতে শেখানো ও বাড়ির লোককে মানসিক ভাবে প্রস্তুত করার কঠিন কাজটা যিনি করেন। এ ছাড়া এ দিন উপস্থিত ছিলেন চিকিত্সক অভিজিত্ বন্দ্যোপাধ্যায় এবং অনন্ত কৃষ্ণন। যাঁরা কণ্ঠের ক্যানসারে আক্রান্ত ছিলেন।


No comments:
Post a Comment