চলতি বছরের ঈদে মুক্তি পাবে ‘কিডন্যাপ’। যার চিত্রনাট্য বুনেছেন পরিচালক রাজা চন্দ। মুখ্য ভূমিকায় অভিনয় দেবএবং রুক্মিণী মৈত্র। প্রযোজনার দায়িত্বে সুরিন্দর ফিল্মস। সদ্য মুক্তি পেল এ ছবির টিজার।
২১ বছরের একটি মেয়ে কে কেউ বা কারা অপহরণ করেছে। অসহায় বাবা মেয়ের খোঁজে ঘুরছেন দরজায় দরজায়। এই অবস্থায় এক সাংবাদিক আর এক সাধারণ মানুষের যৌথ লড়াইয়ে মেয়েকে খুঁজে পাওয়ার স্বপ্ন দেখেন সেই বাবা…। কি হল তারপর? জানতে আর একটু অপেক্ষা করতে হবে।


No comments:
Post a Comment