Saturday, April 13, 2019

মুক্তি পেল দেব ও রুক্মিণী অভিনীত " কিডন্যাপ" ছবির টিজার


চলতি বছরের  ঈদে মুক্তি পাবে  ‘কিডন্যাপ’। যার  চিত্রনাট্য বুনেছেন পরিচালক রাজা চন্দ। মুখ্য ভূমিকায় অভিনয় দেবএবং রুক্মিণী মৈত্র। প্রযোজনার দায়িত্বে সুরিন্দর ফিল্মস। সদ্য মুক্তি পেল এ ছবির টিজার।

দুবাই এবং আবু ধাবিতে এ ছবির বেশ কিছু অংশের শুটিং হয়েছে। এ ছাড়াও গানের শুটিং হয়েছে হাট্টার হ্রদে। এ ছবির গানের দায়িত্ব সামলেছেন জিত্ গঙ্গোপাধ্যায়। সব কিছু ঠিক থাকলে চলতি বছরের ইদে মুক্তি পাবে এই ছবি।

২১ বছরের একটি মেয়ে কে  কেউ বা কারা  অপহরণ করেছে। অসহায় বাবা মেয়ের খোঁজে ঘুরছেন দরজায় দরজায়। এই অবস্থায় এক সাংবাদিক আর এক সাধারণ মানুষের যৌথ লড়াইয়ে মেয়েকে খুঁজে পাওয়ার স্বপ্ন দেখেন সেই বাবা…।  কি হল তারপর? জানতে আর একটু অপেক্ষা করতে হবে।

No comments:

Post a Comment

হাওড়া শ্যামপুরে বাছরী যুব সংঘে মা সাজবেন রেশমী সুতোর সাজে

অর্পণ দাস:  হাওড়া গ্রামীণ অঞ্চলের শ্যামপুর থানার বাছরী গ্রামের "বাছরী যুব সংঘের" সার্বজনীন দুর্গোৎসবের এবছর ৫৩ তম বর্ষ । বিগত...