Saturday, April 13, 2019

এভাবেও ফিরে আসা যায় । সৌরভকে কি বললেন শাহরুখ!

ওয়েব ডেস্ক:- মাত্র ৬৩ বলে অপরাজিত ৯৭ রানের ইনিংস খেলে ইডেনে কলকাতা নাইট রাইডার্স বধের নায়ক তিনি। ম্যাচের সেরার স্বীকৃতিও পেয়েছেন দিল্লি ক্যাপিটালসের ওপেনার শিখর ধবন। তবে শুক্রবার ম্যাচের শেষে আরও বড় প্রাপ্তিযোগ হল  দেশের সর্বকালের অন্যতম একজন ক্রিকেটার কে‌ তার ঘরের মাঠে ফিরে পাওয়া। সরাসরি মাঠে নয়,নেপথ্য । মেঘের আড়ালে থেকে যুদ্ধ। কোনও অবহেলা বা অপমানের প্রতিশোধ নেওয়া হল কি!
 সৌরভ গঙ্গোপাধ্যায়। আইপিএলে যিনি দিল্লি ক্যাপিটালসের উপদেষ্টা হিসাবে নিযুক্ত। শুক্রবার ইডেনে কেকেআরকে সাত উইকেটে হারানোর পর ধবনকে নিয়ে উচ্ছ্বাসে ভাসলেন জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক। সৌরভ বললেন, 'ও বিশ্বের অন্যতম সেরা ওপেনিং ব্যাটসম্যান। যখন শুনেছিলাম ও সানরাইজার্স হায়দরাবাদ ছেড়ে দেবে, তখন ওকে নেওয়ার জন্য মরিয়া ছিলাম আমরা। ও সেই আস্থার মর্যাদা দিতে শুরু করেছে। টুর্নামেন্ট এখন খুব গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে। টুর্নামেন্টের দ্বিতীয় অর্ধ শুরু হওয়ার আগে শিখর বড় রান পেল দেখে খুব ভাল লাগছে।'
কে কে আর অবশ্য আস্থা রাখেনি তার ওপর। নাম কলকাতা নাইট রাইডার্স হলেও কলকাতার কেউ নেই।গত কাল ও  কলকাতার ইডেন গার্ডেনে দর্শকদের সিংহভাগ ই ছিলেন কে কে  আর এর সাপোর্টার।সৌরভ  আবেদন করলেও পাশে দাঁড়িয়ে সাপোর্ট করেছিলেন কজন?তাই অনেক কিছুর উত্তর
দেওয়ার ছিল। দিলেন ও।
কি বললেন শাহরুখ।সৌরভকে অভিনন্দন জানিয়ে
শাহরুখ খান টুইটে লিখলেন, শুভমন এবং রাসেল আবারও দারুণ খেলে গেল। দল এক দিন হারতেই পারে। তবে আজ আমাদের খেলায় সেই প্রাণটা ছিল না। বিশেষ করে বোলিংয়ে। এটা দুঃখের। তবে এই ম্যাচটায় একমাত্র ইতিবাচক দিক,  ইডেনে আমাদের দাদার জয় হল। অভিনন্দন দিল্লি।

No comments:

Post a Comment

হাওড়া শ্যামপুরে বাছরী যুব সংঘে মা সাজবেন রেশমী সুতোর সাজে

অর্পণ দাস:  হাওড়া গ্রামীণ অঞ্চলের শ্যামপুর থানার বাছরী গ্রামের "বাছরী যুব সংঘের" সার্বজনীন দুর্গোৎসবের এবছর ৫৩ তম বর্ষ । বিগত...