H Times ডিজিটাল ডেস্ক
শ্যামপুর ২ নং ব্লকের অমরদহ বারগ্ৰাম পঞ্চায়েত ছাড়াও বাগনানের ছআনি,,পাঁচানি,রবিভাগ এলাকার বাসিন্দাদের সঙ্গে উলুবেড়িয়া র যোগাযোগের অন্যতম যোগসূত্র দামোদরের বোয়ালিয়া ঘাট। বিকল্প রাস্তা থাকলেও বাগনান বা ৫৮ গেট দিয়ে ঘুরে উলুবেড়িয়া শহরে পৌছতে লেগে যায় অনেক বেশি সময়। হাওড়া টাইমস,তাই এইসব এলাকার বাসিন্দারা এই নদীপথেই যাতায়াত করেন বেশি।নদীপথ পেরোলে স্বল্প সময়ে পৌছে যাওয়া যায় দ: পূর্ব রেলের বীর শিবপুর রেল স্টেশনে।
প্রাথমিক প্রয়োজনে বা হাসপাতালে, প্রশাসন এবং কোনও জরুরী প্রয়োজনে তাই একমাত্র যোগাযোগ বোয়ালিয়া ঘাটের ,হাওড়া টাইমস, এই নৌকা পরিষেবা। বেশ কিছু বছর ধরে বোয়ালিয়াঘাটের দামোদর নদীর উপর একটি সেতু নির্মাণের দাবি করে আসছে এলাকার বাসিন্দারা। প্রশাসনের বিভিন্ন স্তরে আবেদন নিবেদনেও কাজ খুব একটা হয়নি। বিদায়ী সাংসদ সাজদা আহমেদের কাছেও এই দাবি জানিয়েছেন তারা।
এলাকার বাসিন্দাদের অভিযোগ,শ্যামপুরে কোনো বড় হাসপাতাল না থাকায় আপৎকালীন ক্ষেত্রে কোন ,হাওড়া টাইমস,মুমূর্ষু রোগী বা কোন ও গর্ভবতী মহিলা কে উলুবেড়িয়া হাসপাতালে নিয়ে যেতে ঘুরপথে অনেক সময় বেশি লেগে যায়।রাতে নদীপথে নৌকা পাওয়ার ক্ষেত্রেও সমস্যা হয়।
এছাড়াও প্রতিদিন হাজারো মানুষ চাকরি, শিক্ষা এবং দৈনন্দিন বিবিধ কারণ জন্য,হাওড়াটাইমস, নদী পার হন।
অনেক সময় দুর্ঘটনাও ঘটেছে এই দুর্বল পরিকাঠামো এবং ওভারলোডিংয়ের কারণে।
এই এলাকায় রয়েছে দুটি বড় বাজার যেমন দেওয়ান্তলা ও দগ্রা বাজার ।প্রতি মঙ্গল ও শনিবার এই দুইদিন এই বাজারে ক্রেতা বিক্রেতাদের ভাল ই ভিড় জমে।
নদী পথে নৌকায় ,হাওড়া টাইমস,একটি বাইক পারাপারের খরচ এখন প্রায় ২৮ টাকা।
এই সেতু নির্মাণ হলে শুধু যে খরচ অনেকটাই কমবে এমন নয় ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা , ব্যবসায়ীরাও অনেক উপকৃত হবেন।তাই প্রশাসনিক স্তরে বিষয়টি নিয়ে চিন্তাভাবনা শুরু হয়েছে।


No comments:
Post a Comment