Wednesday, April 17, 2019

কেন্দ্রীয় বাহিনীকে ঝাঁটা মারার নিদান শাসকদলের মন্ত্রীর

সম্প্রতি নদিয়ার কৃষ্ণগঞ্জের বিধায়ক তৃণমূল কংগ্রেসের সত্যজিত্ বিশ্বাস খুন। তাঁর স্ত্রী রূপালী বিশ্বাসকে এবার রানাঘাট লোকসভা আসন থেকে প্রার্থী করেছে তৃণমূল। তাঁর সমর্থনেই এক কর্মিসভার আয়োজন করা হয়েছিল। ওই সভাতেই রাজ্যের  মন্ত্রী  তথা তৃণমূলের নেত্রী রত্না ঘোষ কর কে   বলতে শোনা গিয়েছে,''যুদ্ধে জিততে গেলে ন্যায়-অন্যায় বলে কিছু নেই। গণতন্ত্র-টনতন্ত্র বলে কিছু নেই। জেতার জন্য যে পদ্ধতি যেখানে দরকার, সেই পদ্ধতি সেখানে প্রয়োগ করবেন। আপনারা ২০১৬ সালে নির্বাচন করে দেখিয়েছিলেন। কেন্দ্রীয় বাহিনীর হাতে মার খেয়েছিলেন। রক্তাক্ত হয়েছিলেন আপনারা। এবার বুথে বুথে থাকব আমি। কেন্দ্রীয় বাহিনীকে পাত্তা দেবেন না। মহিলা নেতৃত্বকে বলব, ঝাঁটা নিয়ে কেন্দ্রীয় বাহিনীকে এলাকাছাড়া করে দেবেন''।   

No comments:

Post a Comment

হাওড়া শ্যামপুরে বাছরী যুব সংঘে মা সাজবেন রেশমী সুতোর সাজে

অর্পণ দাস:  হাওড়া গ্রামীণ অঞ্চলের শ্যামপুর থানার বাছরী গ্রামের "বাছরী যুব সংঘের" সার্বজনীন দুর্গোৎসবের এবছর ৫৩ তম বর্ষ । বিগত...