NH T ডিজিটাল ডেস্ক:- জনমানসে কুপ্রভাব ফেলছে, এই অভিযোগ এনে ‘টিক টক’-এর বিরুদ্ধে একটি জনস্বার্থ মামলা হয়েছিল। গত ৩ এপ্রিল মামলাটি মাদ্রাজ হাইকোর্টে ওঠে। আদালত তখন জানিয়ে দিয়েছিল, বহুল জনপ্রিয় এই ভিডিয়ো অ্যাপ পর্নোগ্রাফি ও শিশুর যৌন নিগ্রহের মতো ঘটনাকে প্রশ্রয় দিচ্ছে। অতএব, কেন্দ্রীয় সরকারের এখনই এই অ্যাপ-এর নিষেধাজ্ঞা জারি করা উচিত।
টিক টক’ ভিডিয়ো অ্যাপের উপর যাতে নিষেধাজ্ঞা জারি না করা হয়, সেই আর্জি জানিয়ে মঙ্গলবার মাদ্রাজ হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল চিনের ‘বাইটডান্স টেকনোলজি’। কিন্তু আদালত সেই আর্জি খারিজ করে দেয়।
আদালতের এই রায়ের কয়েক ঘণ্টা পরই জনপ্রিয় ভিডিয়ো অ্যাপ ‘টিক টক’ ব্লক করে দেয় গুগল। ফলে এ দেশে গুগল প্লে স্টোর থেকে এখন আর ডাউনলোড করা যাবে না এই ভিডিয়ো অ্যাপ।

No comments:
Post a Comment