Sunday, July 7, 2019

ফুটবল প্রেম ও মানব প্রেম-এই দুই আদর্শের উজান গাঙে ভেসে চলেছে "স্বপ্নের মোহন তরী"


অনিন্দ্য কুন্ডু চৌধুরী:- ফুটবল আর মানবসেবা কে মিলিয়ে দিয়েছিলেন স্বামী বিবেকানন্দ। আর সেই আদর্শের উজান গাঙে ২০১৫ সাল থেকে তরী ভাসিয়েছে মোহনবাগান ফ্যানস ক্লাব "স্বপ্নের মোহন তরী" 

                                                   
বেদান্তের দৃষ্টিতে মানুষই ঈশ্বর।প্রত্যেক মানুষের মধ্যে আছে অনন্ত সম্ভাবনা।  'আমিও পারব'- এ হেন আত্মবিশ্বাস তাই জরুরি।এই‌ আত্মবিশ্বাস থেকেই ওরা ২০১৫ সাল থেকে কাজ করে চলেছে মানুষের স্বার্থে।ওদের মাথায় নেই কোনও নেতা বা মন্ত্রীদের  হাত ,নেই কোনও শিল্পপতির দান। তবু ওরা থামতে জানে না।এই  স্মার্টফোনের যুগে যখন আমরা যখন আরও বেশি বেশি করে স্মার্ট  স্বার্থপর হয়ে উঠছি তখন ওরা কাজ করে চলেছে নীরবে। ওরা "স্বপ্নের মোহন তরী"। যাঁরা মোহনবাগান দলের হয়ে শুধু মাঠেই গলা ফাটায় না , মাঠৈর বাইরেও সমাজসেবামূলক কাজ করে চলেছে নিঃশব্দে। 


এই সংস্থা  যখন‌ ঝাড়গ্ৰাম, গোপীবল্লভপুরে   অসহায়,দুঃস্থ ছেলেমেয়েদের    পাশে গিয়ে দাঁড়ায়,   বা  ছোট ছোট ছেলেমেয়েদের হাতে ভালোবেসে  নতুন জামাকাপড় বা অভাবী ছাত্রছাত্রীদের হাতে বই তুলে দেয় বা নিরন্ন মানুষের মুখে অন্ন  তখন  ওদের বক্তব্য, "আমরা সেবা করছি বলব না ,ওরা যে আমাদের সেবা করার সূযোগ দিচ্ছে তাতেই আমরা ধন্য"।

গতকাল ৭  জুলাই, ওদের  এবারের কর্মসূচি  ছিল হাওড়া ওলাবিবিতলায় রামকৃষ্ণ সংঘ পরিচালিত স্কুলে দুস্থ ছাত্রছাছাত্রীদের জন্য কিছু করার প্রচেষ্টা।


আয়োজনটি   বেশ অভিনব এবং সময়োপযোগীও বটে। তাই  আবেগ অন্তরঙ্গতার টানে হাজির ছিল হাওড়া টাইমসও। ছোটছোট ছেলেমেয়েদের অঙ্কন, দুস্থ ছাত্র-ছাত্রীদে র হাতে লেখাপড়ার বিভিন্ন সামগ্ৰী তুলে দেওয়া,সংঘের হাতে কিছু আর্থিক অনুদান তুলে দেওয়ার পাশাপাশি ছিল গুনীজন সংবর্ধনা,কেক কাটা থেকে শুরু করে ছাত্র-ছাত্রীদের দুপুরের খাওয়া দাওয়া।"স্বপ্নের মোহন তরী"র প্রত্যেক সদস্য নিজের হাতে অত্যন্ত যত্নের সাথে পরিবেশন করে  ছাত্র-ছাত্রীদের উদরপূর্তি র ব্যবস্থা করৃলেন।



"স্বপ্নের মোহন তরী"র  এই মানব কল্যাণ যজ্ঞে সামিল হয়ে‌ হাওড়া টাইমস  অভিভূত। চরৈবেতি।

ছবি ও ভিডিও:- প্রতিবেদকের সৌজন্যে।

No comments:

Post a Comment

হাওড়া শ্যামপুরে বাছরী যুব সংঘে মা সাজবেন রেশমী সুতোর সাজে

অর্পণ দাস:  হাওড়া গ্রামীণ অঞ্চলের শ্যামপুর থানার বাছরী গ্রামের "বাছরী যুব সংঘের" সার্বজনীন দুর্গোৎসবের এবছর ৫৩ তম বর্ষ । বিগত...