Monday, July 22, 2019

এবার `মোহনবাগান রত্ন` পাচ্ছেন প্রসূন বন্দ্যোপাধ্যায় ও কেশব দত্ত


Howrah TIMESডিজিটাল ডেস্ক:- এই প্রথম ফুটবলের বাইরে অন্য কোনও খেলা থেকে মোহনবাগান রত্ন পেতে চলেছেন কোনও খেলোয়াড়।
এর আগে এই পুরস্কার পেতেন শুধু মাত্র ফুটবলাররা। এ বার থেকে অন্য খেলার জগতের দিকপালরাও এই পুরস্কার পাবেন। এ বারই তার সূচনা হল।

 মোহনবাগান রত্নের তালিকায় এবার দু’জন কিংবদন্তী ক্রীড়াবিদ। ফুটবলার প্রসূন ব্যানার্জির পাশাপাশি এবার মোহনবাগান রত্ন পেতে চলেছেন হকি কিংবদন্তী কেশব দত্ত। ২৯ জুলাই মোহনবাগান দিবসের দিন যুগ্মভাবে এই রত্ন তুলে দেওয়া হবে দুই বিভাগের দুই কিংবদন্তী খেলোয়াড়ের হাতে।

ক্লাবের হয়ে দীর্ঘ কেরিয়ারে ২৮টি ট্রফি জেতা প্রসূন ব্যানার্জিকেই  মোহনবাগান রত্ন সম্মানে ভূষিত করতে চলেছে মোহনবাগান ক্লাব। সবুজ-মেরুনের ঘরের ছেলে হিসেবে পরিচিত প্রসূন বন্দোপাধ্যায়।


  প্রসূন ব্যানার্জির পাশাপাশি এবার মোহনবাগান রত্ন পেতে চলেছেন হকি কিংবদন্তী কেশব দত্ত।  ১৯৪৮ ও  ১৯৫২ অলিম্পিকে দেশকে জোড়া সোনা এনে দেওয়া হকির কিংবদন্তি তারকা কেশব এখন কার্যত শয্যাশায়ী।


মোহনবাগান রত্ন ছাড়াও মোহনবাগানের প্রতিষ্ঠা দিবসের দিন লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার পাবেন প্রাক্তন ফুটবলার অশোক চট্টোপাধ্যায়। ওই দিনই স্পেশাল স্পোর্টস পারসোনালিটি সম্মান দেওয়া হবে ভারতীয় ক্রিকেটের মহম্মদ শামিকে।



প্রতিবারের মতই এবারেও জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ২৯ জুলাই পালন হবে মোহনবাগান দিবস। ঐতিহ্য মেনে ওই দিনই এই সম্মান তুলে দেওয়া হবে তাদের হাতে। একই সঙ্গে আনুষ্ঠানিকভাবে আজীবন সদস্য কার্ড তুলে দেওয়া হবে সৌরভ গাঙ্গুলি, ভেস পেজ, চুনী গোস্বামী, দেবশঙ্কর হালদার ও প্রসেনজিৎ চ্যাটার্জির হাতে।
২৯ জুলাই অনুষ্ঠানে এবার সঙ্গীত পরিবেশন করবেন অনুপম রায়।

No comments:

Post a Comment

হাওড়া শ্যামপুরে বাছরী যুব সংঘে মা সাজবেন রেশমী সুতোর সাজে

অর্পণ দাস:  হাওড়া গ্রামীণ অঞ্চলের শ্যামপুর থানার বাছরী গ্রামের "বাছরী যুব সংঘের" সার্বজনীন দুর্গোৎসবের এবছর ৫৩ তম বর্ষ । বিগত...