Howrah TIMES ডিজিটাল ডেস্ক:- ইউরোপের অন্যতম দুর্গম শৃঙ্গ জয় করে হাওড়ার ডোমজুড়ের বাড়িতে ফিরল স্বরূপা। ৭টি শৃঙ্গজয়ের লক্ষ্য নিয়ে এই প্রথম বিশ্ব মানচিত্রে পাড়ি স্বরূপার, আর তারই প্রথম ধাপ ছিল ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গগুলির মধ্যে অন্যতম মাউন্ট এলব্রুসের (উচ্চতা ৫,৬৪২ মিটার) শিখরে পা রাখা। গ্রেটার ককেশিয়ান পর্বতশ্রেণির ২০ কিমি উত্তরে অবস্থিত মাউন্ট এলব্রুস ইউরোপের অন্যতম দুর্গম শৃঙ্গ ।প্রথম বঙ্গ তনয়া হিসেবে সেই পর্বতের শিখরে পা রেখে দেশ ,রাজ্য তথা হাওড়া জেলা কে গর্বিত করেছেন স্বরূপা।
ডোমজুড়ের শাঁখারিদহের বাসিন্দা স্বরুপা মন্ডল। তিনি ২৮ জুন দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেন রাশিয়ার মাউন্ট এলব্রুজে সামিটের উদ্দেশ্যে। ২ জুলাই স্বরূপা প্রথম বাঙালি কন্যা হিসেবে এলব্রুস শৃঙ্গ জয় করেন ।
স্বরূপা বেগড়ি গার্লস হাইস্কুল থেকে মাধ্যমিক এবং ঝাঁপড়দহ ডিউক ইনস্টিটিউশন থেকে উচ্চমাধ্যমিক পাশ করেন। এরপরে শারীরশিক্ষা নিয়ে পড়াশোনা আন্দুলের প্রভু জগদ্বন্ধু কলেজে। তারপরে ভর্তি হন নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে।
স্বরূপা পর্বতারোহনের ট্রেনিং নেন দার্জিলিংয়ের হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট থেকে। সেখান থেকে পর্বতারোহনের বেসিক ও অ্যাডভান্স উভয় কোর্সই করেন। পাশাপাশি নেহেরু ইনস্টিটিউট অব মাউন্টেনিয়ারিং থেকে 'সার্চ অ্যান্ড রেসকিউ' কোর্স করেন।



No comments:
Post a Comment