Saturday, July 20, 2019

অষ্টম দিনে প্রাথমিক শিক্ষকদের অনশন, অনশনে‌ অসুস্থ আরও সাত


HOWRAH TIMES ডিজিটাল ডেস্ক:- উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফে আন্দোলন আরও তীব্র করার হুঁশিয়ারি দেওয়া হল। শুক্রবার অ্যাসোসিয়েশনের তরফে ঘোষণা করা হয়েছে,রাজ্য সরকার পদক্ষেপ না করায় তাঁরা অনশন চালিয়ে যাবেন।

প্রসঙ্গত, টানা সাতদিন   পার হয়ে আট দিনে পড়ল সল্টলেকের উন্নয়ন ভবনের সামনে প্রাথমিক শিক্ষকদের অনশন।
পিআরটি স্কেল অনুয়ায়ী বেতন কাঠামো চালু, অনৈতিক ভাবে বদলি করা শিক্ষকদরে পুরনো স্কুলে ফিরিয়ে নিয়ে আসা-সহ একাধিক দাবিতে টানা সাতদিন  পার হয়ে অষ্টম দিনে পড়ল সল্টলেকের উন্নয়ন ভবনের সামনে প্রাথমিক শিক্ষকদের এই অনশন। ইতমধ্যেই নতুন‌ করে আরও সাতজন শিক্ষকের অসুস্থ হয়ে‌ পড়ার খবর পাওয়া গেছে।

No comments:

Post a Comment

হাওড়া শ্যামপুরে বাছরী যুব সংঘে মা সাজবেন রেশমী সুতোর সাজে

অর্পণ দাস:  হাওড়া গ্রামীণ অঞ্চলের শ্যামপুর থানার বাছরী গ্রামের "বাছরী যুব সংঘের" সার্বজনীন দুর্গোৎসবের এবছর ৫৩ তম বর্ষ । বিগত...