Friday, July 19, 2019

হাওড়ায় কাটা মুন্ডু কান্ডে রহস্যের কিনারা, পুলিশের জালে খুনী স্বামী


HOWRAH TIMES  ডিজিটাল ডেস্ক:-অবশেষে বালির জেটিয়া ঘাট থেকে উদ্ধার হয়েছে হওয়া কাটা মুন্ডুটি কার তার হদিশ মিলল। খুন হন হওয়া ঐঐ তরুণী পরিচয় পাওয়া গেল ৷  বাড়িতে কসাই ডেকে স্ত্রী-কে খুন করার অভিযোগে গ্রেফতার স্বামী-সহ ২৷ শিবপুরের গণেশ চ্যাটার্জি লেন থেকে ধৃত মহিলার স্বামী উপেন্দ্র রজক এবং তার দুই সঙ্গী ৷ গ্রেফতার দিলওয়ার খান নামের এক কসাই ও ৷ সিসিটিভি ফুটেজ দেখে উপেন্দ্রদের গ্রেফতার করে পুলিশ ৷



প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালে বালি ব্রিজের নিচে জেটিয়া ঘাটে গঙ্গায় একটি ট্রলি ব্যাগ দেখতে পান স্থানীয়েরা। খুলতেই দেখা যায় সেটির ভিতর রয়েছে এক মহিলার কাটা মুন্ডু। শিউরে ওঠেন সকলে। খবর দেওয়া হয় বালি থানায়। পুলিশ এসে ওই ব্যাগটি উদ্ধার করে। 





হাওড়া সিটি পুলিশের প্রথম থেকেই   অনুমান ছিল, লোহার তৈরি ধারালো অস্ত্র ভরা ব্যাগটি যেমন গঙ্গায় ভেসে আসা সম্ভব নয় তেমনই একজনের পক্ষেও এই ভারি ব্যাগ ফেলে যাওয়া সম্ভব নয়। দুই বা তার বেশি ঘাটে এসে যখন ব্যাগটি ফেলে তখন  ভাটা চলছিল। যা সম্ভবত আঁচ করতে পারেননি ঐ‌ ব্যক্তিরা।তারা ভেবেছিলেন ব্যাগ ভেসে চলে যাবে।কিন্তু ভাটা চলায় কাদায় আটকে যায় ব্যাগ। তাদের ধারণা সত্যি করেই এই খুনে একাধিক ব্যক্তি জড়িত থাকার প্রমাণ মিলল।

No comments:

Post a Comment

হাওড়া শ্যামপুরে বাছরী যুব সংঘে মা সাজবেন রেশমী সুতোর সাজে

অর্পণ দাস:  হাওড়া গ্রামীণ অঞ্চলের শ্যামপুর থানার বাছরী গ্রামের "বাছরী যুব সংঘের" সার্বজনীন দুর্গোৎসবের এবছর ৫৩ তম বর্ষ । বিগত...