News H Times ওয়েব ডেস্ক:- ভোট পরবর্তী রাজনৈতিক সংঘর্ষে রক্তাক্ত উত্তর ২৪ পরগনার ন্যাজাট। তৃণমূল -বেজেপির এই সংঘর্ষে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৩ জনের। আহত হয়েছেন দু’দলের একাধিক কর্মী।
ঘটনার সূত্রপাত শনিবার সন্দেশখালির ন্যাজাটে। জেলা তৃণমূলের সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিকের অভিযোগ, এলাকায় এ দিন দলের বুথ স্তরের একটি বৈঠক ছিল। এই বৈঠকের পর তৃণমূলের একটি মিছিলে হামলা চালায় স্থানীয় বিজেপি কর্মীরা। তৃণমূল কর্মী কায়ুম মোল্লাকে গুলি করে খুন করে বিজেপি আশ্রিত দুষ্কৃতিরা।
তৃণমূলের এই দাবি উড়িয়ে দিয়ে বিজেপির পাল্টা দাবি,
ন্যাজাটে তৃণমূলের সভার পর ওই এলাকার বিজেপি পতাকা খুলতে শুরু করে তৃণমূল কর্মীরা। আর এই পতাকা খোলা নিয়েই দুই দলের কর্মীদের মধ্যে বচসা বাধে। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, গুলি করে খুন করা হয়েছে তাদের দুই কর্মীকে। বিজেপি সূত্রে খবর, নিহতেরা হলেন, প্রদীপ মণ্ডল (৩৬) এবং সুকান্ত মণ্ডল (২৮)। দেবদাস মণ্ডল নামে এক বিজেপি কর্মী এখনও নিখোঁজ।প্রদীপ মন্ডলের চোখে গুলি লাগে।
পুলিস বিজেপি কর্মীদের দেহ লোপাটের চেষ্টা করছে বলে অভিযোগ করেন সায়ন্তন বসু।
এদিকে, শনিবার সন্ধ্যায় সন্দেশখালিতে রাজনৈতিক সংঘর্ষে এই খুনোখুনির ঘটনা নিয়ে সর্বোচ্চ পর্যায়ের আন্দোলনে নামতে চলেছে বিজেপি। আজই ন্যাজাট যাচ্ছে বিজেপির বিশেষ প্রতিনিধি দল। সেই দলে থাকবেন দিলীপ ঘোষ, মুকুল রায়, সায়ন্তন বসু, লকেট চট্টোপাধ্যায়, জগন্নাথ সরকার, শান্তনু ঠাকুর, অর্জুন সিং, দুলাল বার প্রমুখ।

No comments:
Post a Comment