Sunday, June 16, 2019

মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় রাজি, জানাল আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা

News H Times ওয়েব ডেস্ক: মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় রাজী আন্দোলনকারীরা। তবে তা নবান্নের বন্ধঘরে নয়। প্রকাশ্যে হোক সেই আলোচনা এমনটাই চাইছেন তাঁরা। কবে কোথায় আনোচনা হবে সেই বিষয়ে সমস্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী।জিবি শেষে একথাই জানালেন জুনিয়র চিকিৎসকরা
উল্লেখ্য,  গতকাল জুনিয়র ডাক্তারদের আলোচনার জন্য নবান্নে ডেকে পাঠান মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু জুনিয়র ডাক্তারদের  স্পষ্ট দাবি ছিল মমতা বন্দ্যোপাধ্যায়কেই আসতে হবে তাঁদের ক্যাম্পাসে। 
   

No comments:

Post a Comment

হাওড়া শ্যামপুরে বাছরী যুব সংঘে মা সাজবেন রেশমী সুতোর সাজে

অর্পণ দাস:  হাওড়া গ্রামীণ অঞ্চলের শ্যামপুর থানার বাছরী গ্রামের "বাছরী যুব সংঘের" সার্বজনীন দুর্গোৎসবের এবছর ৫৩ তম বর্ষ । বিগত...