রণতোষ মুখোপাধ্যায়:-মাধ্যমিকে অন্য কৃতিত্ব হাওড়ার মেয়ের। মাত্র ১১ বছর বয়সেই মাধ্যমিকে সফল সইফা খাতুন ৷ রাজ্যের ইতিহাসে নজিরবিহীন ঘটনা ৷ সবচেয়ে কম বয়সে মাধ্যমিক পাশের নজির গড়লেন হাওড়ার আমতার বাসিন্দা সইফা খাতুন ৷
সইফার পরিবারের বক্তব্য, ৬ বছরের মধ্যেই মাধ্যমিকের সমস্ত সিলেবাস শেষ করে দিয়েছিল সইফা । কিন্তু পর্ষদ থেকে তাঁকে অত কম বয়সে পরীক্ষায় বসতে অনুমতি দেয়নি। অবশেষে কয়েক বছর কাটার পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হয় সইফার পরিবার। বিশেষ নির্দেশক্রমে তাঁকে পরীক্ষায় বসার অনুমতি দেয় পর্ষদ।
সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, সইফা কোনও স্কুলে পড়াশোনা করেনি। আরও আশ্চর্যের, মাত্র দুবছর বয়সেই ইংরেজি বাংলা কাগজ পুরোটা পড়ে তর্জমা করতে পারত সইফা।
তবে মাধ্যমিকে উত্তীর্ণ হলেও প্রাপ্ত নম্বরে খুশি নয় সে ও তার পরিবার। তাই খুব শীঘ্রই স্ক্রুটিনি করতে দেবে সে।
তবে মেয়ের এই বিরল সাফল্যে স্বাভাবিকভাবেই খুশি তারা। বড় হয়ে ডাক্তার হতে চায় সইফা।




No comments:
Post a Comment