Thursday, May 16, 2019

রাজীব কুমার কে গ্ৰেফতার না করার 'রক্ষাকবচ' সরিয়ে নিল শীর্ষ আদালত

News H Times ওয়েব ডেস্ক :-রাজীব কুমারকে হেফাজতে নিয়ে জেরা করতে পারবে সিবিআই৷মূলত সারদা সহ বিভিন্ন টিটফান্ড সংস্থা সম্পর্কিত তদন্তে কলকাতার প্রাক্তন নগরপাল অসহযোগিতা করছেন বলে আদালতে অভিযোগ করে সিবিআই৷ তদন্তের স্বার্থে তাঁকে হেফাজতে নিয়ে জেরা করার জন্য সুপ্রিম কোর্টে আবেদন জানায় কেন্দ্রীয় গোয়েনন্দা সংস্থার আধিকারীকরা৷ প্রথমে রাজীব কুমারকে গ্রেফতার করা যাবেনা বলে জানিয়েছিল শীর্ষ আদালত কিন্তু আজ তাঁর ‘রক্ষাকবচ’ সরিয়ে নিল দেশের শীর্ষ আদালত।

উল্লেখ্য, তদন্তের স্বার্থে এবছরের ৩ ফেব্রুয়ারি রাজীব কুমারের সরকারি বাসভবনে পৌঁছয় সিবিআই-এর  একটি দল। কিন্তু কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকদের কাছে প্রয়োজনীয় অনুমতি না থাকায় তাদের কলকাতার নগরপালের সরকারি বাড়িতে প্রবেশে প্রথমে বাধা দেয় পুলিশ৷পরে  মোদী সরকারের বিরুদ্ধে সিবিআইকে ব্যবহারের অভিযোগ তুলে ধর্নায় বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

No comments:

Post a Comment

হাওড়া শ্যামপুরে বাছরী যুব সংঘে মা সাজবেন রেশমী সুতোর সাজে

অর্পণ দাস:  হাওড়া গ্রামীণ অঞ্চলের শ্যামপুর থানার বাছরী গ্রামের "বাছরী যুব সংঘের" সার্বজনীন দুর্গোৎসবের এবছর ৫৩ তম বর্ষ । বিগত...