ওয়েব ডেস্ক:-সপ্তম দফা ভোটের আগে শেষ মুহূর্তে পুলিশি তল্লাশি অভিযান আরও জোরদার করল প্রশাসন।বৃহস্পতিবার রাতে নাকা তল্লাশির সময় জয়নগরের বকুলতলা এলাকার বুড়োগাট থেকে সাদা রঙের একটি জাইলো গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হল বিপুল পরিমাণ নগদ।ঐ গাড়িতে সওয়ার দুই পুরুষ এবং দুজন মহিলা যাত্রীদের সঙ্গে বচসা বাধে পুলিশের৷ কিন্তু অবশেষে তল্লাশি চালাতে দিতে বাধ্য হন তারা। জানা গিয়েছে, তল্লাশির সময়ই গাড়ি থেকে ২০০০ টাকার নোটে সর্বমোট ২৪ লক্ষ ১২ হাজার টাকা উদ্ধার করে পুলিশ৷ পুলিশের অভিযোগ,বিজেপির উত্তরীয়তে মোড়া ছিল বিপুল পরিমাণ টাকা৷ পুলিশ সূত্রে খবর, নির্বাচনের আগে এক পরিমাণ টাকা কী কারণে নিয়ে যাচ্ছিলেন, সেই প্রশ্নের কোনও সঠিক উত্তর দিতে পারেননি ওই বিজেপি নেতারা৷ এরপরই পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।
স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি,ইচ্ছে করে বেজেপির উওরীয় ব্যবহার করা হয়েছে যাতে বীজেপি কে বদনাম করা যায়,এভাবে বিজেপি কে আটকানো যাবেনা।

No comments:
Post a Comment