News H Timesওয়েব ডেস্ক:-ধর্ষণের অভিযোগে গ্রেফতার গায়ক সৌম্য চক্রবর্তী। দক্ষিণেশ্বরের বাসিন্দা এই গায়ক একাধিক রিয়ালিটি শো-এ গান গেয়ে সুনাম কুড়িয়েছেন। সৌম্যর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন রবীন্দ্রভারতীর এক ছাত্রী। অভিযোগ, ২০১৬ সালে দক্ষিণেশ্বরের বাড়িতে মাদক মেশানো পানীয় খাইয়ে তাকে ধর্ষণ করে সৌম্য। তোলা হয় ছবিও। পরে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে আরও একাধিকবার ধর্ষণ করে সৌম্য।যদিও তরুনী ঐ গায়কের পূর্ব পরিচিত কিনা জানা যায়নি। ৫ মে সৌম্যর বিরুদ্ধে কাশীপুর থানায় অভিযোগ দায়ের করেন ঐ তরুণী। রবিবার গ্রেফতার করা হয় সৌম্যকে।
সৌম্য চক্রবর্তী আদতে বাঁকুড়ার বাসিন্দা। সারেগামাপা-র চ্যাম্পিয়ন হওয়ার তিন বছর পর ২০১৮-তে তিনি ইন্ডিয়ান আইডলেও গিয়েছিলেন। এবার সেই খ্যাতনামা গায়কের বিরুদ্ধেই উঠল গুরুতর অভিযোগ। প্রসঙ্গত, সারেগামাপা-এ জিতে সেবছরই ছোটবেলার বান্ধবী তথা প্রেমিকা রূপসাকে বিয়ে করেন সৌম্য। একটি দু’বছরের কন্যা সন্তানও রয়েছে তাঁদের।

No comments:
Post a Comment